৭ গোলের রোমাঞ্চ জিতল লিভারপুল

প্রথম পাতা » খেলাধুলা » ৭ গোলের রোমাঞ্চ জিতল লিভারপুল
রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩



৭ গোলের রোমাঞ্চ জিতল লিভারপুল

খেপাটে এক ম্যাচ হলো অ্যানফিল্ডে। ৭ গোলের ওই থ্রিলারে শেষ হাসিটা হাসল লিভারপুল। নিজ মাঠে অলরেডরা ৪-৩ ব্যবধানে হারাল ফুলহামকে। শেষ দিকে এক মিনিটের ব্যবধানে জোড়া গোল করে জয় নিয়ে মাঠ ছেড়েছে ইয়ুর্গেন ক্লপের দল।
লিভারপুলের ৪ গোলের একটি আত্মঘাতী। অন্য গোল ৩টি করেছেন আলাদা তিনজন খেলোয়াড়। ফুলহামের গোল ৩টিও আলাদা তিনজনের।

অ্যানফিল্ডে খেলার ২০ মিনিটের সময় কিছুটা ভাগ্যের সহায়তায় এগিয়ে যায় লিভারপুল।
ফুলহামের বার্নড লেনো বল পাঠান নিজেদের জালে। আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার উচ্ছ্বাস অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি লিভারপুলের। মিনিট চারেক পরই ফুলহামের হয়ে সমতা ফেরান হ্যারি উইলসন।

মাঝবিরতির আগে হয় আরো ২ গোল।
একটি লিভারপুলের অন্যটি ফুলহামের। খেলার ৩৮ মিনিটে ম্যাক অ্যালিস্টারের গোলে আবারও এগিয়ে যায় লিভারপুল। স্বাগতিকদের এই উৎসবও বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাঝ বিরতির বাঁশি বাজার আগেই সমতা ফেরায় ফুলহাম। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে কেনি টেটে বল জালে জড়ালে স্কোর হয় ২-২।

দ্বিতীয়ার্ধে আর গোল করতে পারছিল না কোনো দল। অবশেষে ৮০ মিনিটে ম্যাচে আবার গোল। ববি ডি করডোভা রেইডের গোলে এবার এগিয়ে যায় ফুলহাম( ২-৩)। দুইবার পিছিয়ে পড়ে সমতা ফেরানোর পর ম্যাচে প্রথমবার এগিয়ে যায় ফুলহাম। কিন্তু এক মিনিটের জাদুতে ম্যাচটা বের করে নেয় লিভারপুল। ৮৭ মিনিটে ওয়াটারু এন্ডো স্কোর করেন ৩-৩। পরের মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার আরনল্ডের গোলে রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছেড়েছে লিভারপুল।

ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে স্ট্যামফোর্ড ব্রিজে ৫ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে জিতেছে চেলসিও। দ্বিতীয়ার্ধের পুরোটা সময় একজন কম নিয়ে খেলেও চেলসি ৩-২ গোলে হারিয়েছে ব্রাইটনকে। ইএসপিএন

বাংলাদেশ সময়: ২২:৫৩:২৬   ৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের
ক্যারিবিয়ানে বাংলাদেশকেও তুলে ধরতে চায় রংপুর রাইডার্স
৪৩৯ রানের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো উইন্ডিজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ