কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বৈধ প্রার্থী ৬, বাতিল ৪

প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বৈধ প্রার্থী ৬, বাতিল ৪
সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩



কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বৈধ প্রার্থী ৬, বাতিল ৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এ আসনে বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছেন ৬ জন।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সন্ধ্যায় এ ঘোষণা দেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান।

তিনি জানান, ২৫৫ নং কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ৭ জন দলীয় প্রার্থী ও ৩ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
যাচাই-বাছাইকালে মনোনয়নপত্র ও সকল কাগজপত্র পর্যালোচনা করে বৈধ প্রার্থী ঘোষণা করার পাশাপাশি তথ্য গোপনসহ নানা জটিলতায় প্রার্থীতা বাতিল করা হয়।

ওই আসনে বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী লুৎফর রেজা খোকন, কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী ডা. তোফায়েল হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টি প্রার্থী মো. শহিদুল্লাহ, গণফ্রন্ট প্রার্থী মো. এমদাদুল হক, বাংলাদেশ কংগ্রেস প্রার্থী সালাম মিয়া।

বিভিন্ন তথ্য গোপন ও কাগজপত্রে ত্রুটি থাকায় প্রার্থীতা বাতিল হয়েছে ৪ জনের। তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু, স্বতন্ত্র প্রার্থী আব্দুল হান্নান, স্বতন্ত্র প্রার্থী মো. জাহাঙ্গীর, জাকের পার্টির প্রার্থী মো. সহিদুল ইসলাম।

বাতিল হওয়া প্রার্থীরা আদালতে আপিল করতে পারবেন বলেও জানান রিটার্নিং অফিসার।

বাংলাদেশ সময়: ২৩:০৩:১২   ২১৪ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পণ্য সরবরাহে কৃত্রিম সংকট তৈরি করতে দেয়া হবেনা: বাণিজ্য উপদেষ্টা
জঞ্জাল পরিষ্কার করে দ্রুত নির্বাচন দিন : মির্জা ফখরুল
দুর্নীতি বন্ধ হলে দেশ এগিয়ে যাবে: কৃষি উপদেষ্টা
চট্টগ্রাম বন্দরে ৩ মাসে কনটেইনার হ্যান্ডেলিং বেড়েছে ৯ শতাংশ, প্রবৃদ্ধি অর্জন ১০.২২ শতাংশ
কক্সবাজারে শুরু হয়েছে চলতি মৌসুমের লবণ উৎপাদন
দুর্গম পাহাড়ে কেএনএফের আস্তানায় অভিযান, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
অন্তর্বর্তী সরকার প্রয়োজনের বেশি এক দিনও থাকতে চায় না
জনগণ ভোটাধিকার প্রয়োগ করে তাদের সরকার ও সংসদ দেখতে চায় : আমীর খসরু
অন্তর্বর্তী সরকার কোনো ক্ষমতা নয়, আমরা দায়িত্ব গ্রহণ করেছি : উপদেষ্টা ফাওজুল কবির
চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

News 2 Narayanganj News Archive

আর্কাইভ