বেগম রোকেয়া দিবস উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি নানা বাঁধা উপেক্ষা করে প্রতিষ্ঠিত হওয়া ৩১ জয়িতাকে পুরস্কৃত করেছে শরীয়তপুর জেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদফতর।
আজ শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে জেলা পর্যায়ে পাঁচ জন জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ। এসময় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মাহবুবুল আলম, পৌর মেয়র পারভেজ রহমান জন, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, মহিলা সংস্থার সভাপতি এ্যাড. রওশন আরা বেগম ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রাফিয়া ইকবাল।
জেরা পর্যায়ে শিক্ষা ও চাকুরী ক্যাটাগরিতে রীনা রাণী দাস, অর্থনৈতিক সাফল্যে কামরুন্নাহার, সফল জননী হিসেবে নাজমা খানম, সমাজ উন্নয়নে আসমা আক্তার ও নির্যাতন অতিক্রম করে নতুন উদ্যোগে এগিয়ে চলা সুফিয়া বেগমকে এই সংবর্ধনা দেয়া হয়। এ সময় জয়িতাদেরকে উত্তরীয়, সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।
এ ছাড়া উপজেলা পর্যায়ে অনুরুপ আনুষ্ঠানিকতার মাধ্যমে ডামুড্যা উপজেলার ৫জন, নড়িয়া উপজেলার ৫জন, ভেদরগঞ্জ উপজেলার ৫জন, গোসাইরহাট উপজেলার ৫জন, শরীয়তপুর সদর উপজেলার ৩ জন ও জাজিরা উপজেলার ৩জন জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়।
বাংলাদেশ সময়: ১৭:৫২:২৫ ১৩১ বার পঠিত