ফতুল্লায় শুল্ক ফাঁকি দেয়া দেড় কোটি টাকা মূল্যের পণ্য উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় শুল্ক ফাঁকি দেয়া দেড় কোটি টাকা মূল্যের পণ্য উদ্ধার
শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩



ফতুল্লায় শুল্ক ফাঁকি দেয়া দেড় কোটি টাকা মূল্যের পণ্য উদ্ধার

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থেকে আবারও এসএ পরিবহন থেকে শুল্ক ফাঁকি দিয়ে আসা প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি কাপড় ও কসমেটিক্স জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধীনস্হ পাগলা বিসিজি স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কাজী আকিব আরাফাত এর নেতৃত্বে ৭ ডিসেম্বর ভোরে এসএ পরিবহন এর পার্সেলবাহী একটি কাভার্ড ভ্যানকে ধাওয়া করে পাগলা বাজার সংলগ্ন কুতুবপুর ইউনিয়ন ভূমি অফিসের সামনে থেকে আটক করা হয়। ভ্যান থেকে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা শাড়ি-কাপড়, চাদর, শার্ট ও ব্লেজার ১৪৮৮ পিস, কসমেটিক্স সামগ্রী ৫৫৭১ পিস, সুতার গুটি-৩৮টি, হেড ফোন ৪০টি, মোবাইল ৮টি ও মোবাইল চার্জার ১২০টি জব্দ করা হয়।

এসময় মো. দেলোয়ার হোসেন (৫৬) ও মো. জুয়েল মাতাব্বর (২৬) নামের দু’জনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদেরসহ কাভার্ড ভ্যানটি ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, ইতোপূর্বে গত ২০ নভেম্বর এবং ৩ ডিসেম্বর কোস্ট গার্ড আভিযানিক দল কর্তৃক এসএ পরিবহনের দুটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে অবৈধ পন্য জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:৩৬   ১৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এলডিসি দেশগুলোর জন্য ডলার বরাদ্দে ইইউর সমর্থন চাইল বাংলাদেশ
ইসলামী ব্যাংকের সঙ্গে হাব-এর মতবিনিময় সভা
আদানির সঙ্গে আড়াইশ’ কোটি মার্কিন ডলারের চুক্তি বাতিল কেনিয়ার
বেনাপোল সীমান্ত থেকে ভারতীয় ফেনসিডিল জব্দ
সাংবাদিকদের হত্যা মামলায় জড়ানো নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানালো আরএসএফ
লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৮২ জন
সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে গুলি, নারী-শিশুসহ নিহত ৪২
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
মাছ ধরা নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ, নিখোঁজ ২

News 2 Narayanganj News Archive

আর্কাইভ