চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় আগেই নিশ্চিত হয়েছিল বেনফিকার। তবে ইউরোপা লিগের আশা বেঁচে ছিল ভালোমতোই। তবে তার জন্য রেডবুল সালজবুর্গের বিপক্ষে জিততেই হতো তাদের। পর্তুগিজ ঈগলদের হয়ে এমন বাঁচামরার ম্যাচে জ্বলে উঠলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি গোল করলেন, এরপর গোল করালেন। দলকে জয় এনে দিয়ে ইউরোপা লিগে জায়গা নিশ্চিত করলেন। তবে সবকিছুকে ছাপিয়ে গেছে ডি মারিয়ার করা গোলটি।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) রেড বুল অ্যারেনা সালজবুর্গে স্বাগতিক সালজবুর্গকে ২-১ গোলে হারিয়েছে বেনফিকা। এদিন ৩২ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন কিংবদন্তি অ্যাঞ্জেল ডি মারিয়া। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন রাফা সিলভা। এই গোলটিও বানিয়ে দেন ডি মারিয়া। ৫৭ মিনিটে সালজবুর্গের পক্ষে একটি গোল শোধ করেন লুকা সুচিচ।
গ্রুপ ডি থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছিল বেনফিকার। ১২ পয়েন্ট নিয়ে এই গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে পা রেখেছে রিয়াল সোসিয়েদাদ। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দ্বিতীয় হয়ে ইন্টার মিলানও পা রেখেছে পরের রাউন্ডে। এই জয়ে সালজবুর্গের সমান ৪ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপে তৃতীয় হয়েছে বেনফিকা। ফলে সুযোগ পাচ্ছে ইউরোপা লিগের শেষ ৩২ এ খেলার।
তবে এদিন ম্যাচের ফলকে ছাপিয়ে গেছে ডি মারিয়ার করা গোলটি। সবাইকে বিস্ময়ে ভাসিয়ে বিরল ‘অলিম্পিকো’ গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা। অলিম্পিকো গোল বলতে বোঝায় সরাসরি কর্নার থেকে গোল করা।
৩২ মিনিটে বেনফিকার একটি সংঘবদ্ধ আক্রমণ কর্নারের বিনিময়ে রক্ষা পায় সালজবুর্গ। ডান প্রান্তে পাওয়া সেই কর্নার বাঁ পায়ে নেন ডি মারিয়া। ডি মারিয়ার নেওয়া শটে বল বাতাসে ভাসতে ভাসতে বেশ বাঁক খেয়ে জালে জড়িয়ে যায়। বলের লাইন মিস করা সালজবুর্গের গোলরক্ষক গোল খেয়ে বোকা বনে যান। তার অসহায় চেহারাই বলছিল কতটা অবাক হয়ে গেছেন তিনি।
এদিকে গোল করে অবাক বনে গিয়েছিলেন ডি মারিয়াও। সেটা তার উদযাপন দেখেই বোঝা যাচ্ছিল।
গোল ও আসিস্ট করে এই ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ডি মারিয়াই। এমন একটি গোলের পর অবশ্য সবটুকু আলো তার দিকেই। ৩৫ বছর বয়সী ডি মারিয়ার গোলটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডিং।
বাংলাদেশ সময়: ১১:২৪:৫৮ ১২৯ বার পঠিত