খুলনায় খাসির কথা বলে কুকুরের মাংস বিক্রি, আটক ৪

প্রথম পাতা » খুলনা » খুলনায় খাসির কথা বলে কুকুরের মাংস বিক্রি, আটক ৪
বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩



খুলনায় খাসির কথা বলে কুকুরের মাংস বিক্রি, আটক ৪

খুলনা নগরীর খালিশপুরে খাসি ও গরুর মাংসের কথা বলে কুকুরের মাংস বিক্রির অপরাধে ৪ জনকে আটক করেছে পুলিশ। কুকুরের সেই মাংস দিয়ে বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় তৈরি হচ্ছিল বিরিয়ানি, বার্গার ও গ্রিলসহ বিভিন্ন মুখরোচক খাবার।

১৩ ডিসেম্বর, বুধবার বিকেলে খালিশপুর পলিটেকনিক ইনস্টিটিউটের একটি পরিত্যক্ত ভবন থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- চক্রের মূলহোতা খালিশপুরস্থ ডলার হাউজ মোড় এলাকার লিংকন হাওলাদারের ছেলে অষ্টম শ্রেণির ছাত্র তাজ (১৬), খালিশপুর বঙ্গবাসী মোড় এলাকার নর্থ জোন -২৩ এর হাবিবুর রহমানের ছেলে মো. আবু সাইদ (৩৭), ২ নম্বর নেভিগেট এলাকার কুতুব আলীর ছেলে মো. সিয়াম (১৬), চরের হাট এলাকার শোভন সরদারের ছেলে প্রেম সরদার (১৬)। ঘটনার সঙ্গে জড়িত আরমান ও উৎস এখনো পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত এক মাস ধরে কয়েকজন যুবক এলাকার বিভিন্ন স্থান থেকে কুকুর ধরে বাগানের মধ্যে পলিটেকনিক ইনস্টিটিউটের পরিত্যক্ত ভবনে নিয়ে যেতেন। বেশ কয়েকবার একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। বুধবার বিকেলে এলাকাবাসী চার যুবককে একটি কুকুর নিয়ে বাগানের দিকে যেতে দেখেন। সন্দেহ হওয়ায় তারা পুলিশে খবর দেন। পুলিশ এসে তিনজনকে আটক করে। পরে বিরিয়ানি রান্না করে বিক্রি করা একজনকেও আটক করা হয়। এ সময় সেখানে পা বেঁধে জবাই করে রাখা একটি কুকুর পাওয়া যায়। এছাড়া আরও কয়েকটি কুকুরের দেহাবশেষ পাওয়া যায়।

খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, এক মাস ধরে তারা খাসি-গরুর কথা বলে অল্প দামে কুকুরের মাংস বিক্রি করতো। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের পরিত্যক্ত ভবন থেকে চারজনকে আটক করা হয়েছে। এসময় সেখানে হাত-পা বাঁধা জবাই করা একটি কুকুর পাওয়া যায়।

ওসি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন- এক যুবক তাদের মাসখানেক আগে কুকুরের মাংস বিক্রির প্রস্তাব দেয়। তারা বিরিয়ানি রান্না করে নগরীর বিভিন্ন স্থানে বিক্রি করতো। এছাড়া কম দামে তারা কুকুরের মাংস সরবরাহ করতো।

তিনি আরও জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান ও প্রাণিসম্পদ কর্মকর্তা প্রিয়ংকর কুন্ডুর উপস্থিতিতে আসামিদের খালিশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রাণিকল্যাণ আইনে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩:০৭:৪০   ১৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


বেনাপোল সীমান্ত থেকে ভারতীয় ফেনসিডিল জব্দ
মেহেরপুরে অস্ত্র-গুলি ও কৃষি পণ্যসহ ইউপি সদস্য আটক
নড়াইলে শীত কালীন সবজি বাজারে আসায় দাম কমছে
ভারতে অনুপ্রবেশের সময় শার্শায় তিন নারী আটক
একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
যশোরে পিয়াল হত্যা মামলায় ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২
ভবদহ জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন রিজওয়ানা হাসান
আলেম সমাজ সামাজিক শক্তির প্রতিভূ : ধর্ম উপদেষ্টা
সীমান্তে যাত্রীর কোমরে মিলল সোয়া কোটি টাকার স্বর্ণ
মোংলা বন্দরের উন্নয়ন দৃশ্যমান নয় : নৌপরিবহন উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ