শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩

আসন বণ্টন তালিকা পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠিয়েছি: ইনু

প্রথম পাতা » ছবি গ্যালারী » আসন বণ্টন তালিকা পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠিয়েছি: ইনু
শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩



আসন বণ্টন তালিকা পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠিয়েছি: ইনু

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘১৪ দলীয় জোটের শরিকদের জন্য আমু ভাইয়ের আসন ছাড়ের প্রস্তুাবটি প্রাথমিক প্রস্তাব, যা পুনর্বিবেচনার জন্য আমরা ফেরত পাঠিয়েছি।’

শুক্রবার সকালে রাজধানীর প্রেসকাবে গণআজাদী লীগের আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘আমির হোসেন আমু ভাই যে প্রস্তাবটি করেছে, সেটি একেবারে প্রাথমিক প্রস্তাব। যা আমরা গ্রহণ করিনি। পুনর্বিবেচনার জন্য নেত্রী সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছি। আমরা মনে করি আসন বৃদ্ধি করা দরকার। স্বতন্ত্র প্রার্থী তুলে নেওয়া দরকার। প্রধানমন্ত্রীর সঙ্গে অবিলম্বে একটা জরুরি বৈঠকের মাধ্যমে চূড়ান্ত আলোচনা এবং তারপরে চূড়ান্ত তালিকা প্রকাশ করা বাঞ্ছনীয়। আমি আবার বলছি, আমু ভাইয়ের প্রস্তুাবটি প্রাথমিক প্রস্তাব। যায় মুহূর্তে পূনর্বিবেচনা জন্য আমরা ফেরত পাঠিয়েছি।’

এর আগে, বৃহস্পতিবার রাতে ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন, ‘ ১৪ দলীয় জোট নেতাদের সঙ্গে আমরা বসেছিলাম। সেখানে সিদ্ধান্ত চুড়ান্ত হয়েছে। জাসদকে তিনটি, ওয়ার্কার্স পার্টিকে তিনটি এবং জাতীয় পার্টি জেপিকে একটি আসন ছেড়েছি আমরা। তবে কোন কোন আসন দেওয়া হয়েছে তা তিনি বিস্তারিত জানানি।

বাংলাদেশ সময়: ১৬:০৫:৩০   ৯৮ বার পঠিত   #