সাত পাকে বাঁধা পড়লেন সৌরভ-দর্শনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাত পাকে বাঁধা পড়লেন সৌরভ-দর্শনা
শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩



সাত পাকে বাঁধা পড়লেন সৌরভ-দর্শনা

অবশেষে চার হাত এক হয়ে গেল। বিয়ের পিঁড়িতে বসলেন টলিউডের জনপ্রিয় দুই মুখ দর্শনা বণিক ও সৌরভ দাস। বাঙালি রীতি মেনেই বিয়ে করলেন সৌরভ-দর্শনা।

টলিউডে আপাতত জোরকদমে চলছে বিয়ের মৌসুম।
সম্প্রতি গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন এবং সৌম্য মুখোপাধ্যায়। তারপরে আজ শুক্রবার গাঁটছড়া বাঁধলেন টলিপাড়ার আরও এক হেভিওয়েট অভিনেতা সৌরভ দাস এবং মডেল-অভিনেত্রী দর্শনা বণিক।

এই তারকা জুটি তাদের আইবুড়ো ভাত থেকে শুরু করে সব বিয়ের জন্য বানানো বিশেষ গাছকৌট-কুলো সবই শেয়ার করে নিয়েছেন সামাজিক মাধ্যমে। এর আগে গায়ে হলুদ অনুষ্ঠিত হয়েছে এই জুটির।
এবার বিয়ের ছবিও মুহূর্তেই ভাইরাল হয়ে গেল ইন্টারনেটে। সৌরভের বাহুডোরে দর্শনার ছবি সামনে আসতেই আনন্দে ফেটে পড়েছেন ভক্তেরা। মিষ্টি হাসিতে নায়ক-নায়িকাকে দেখে সত্য়িই মনে হচ্ছিল স্বপ্নের জগতে রয়েছেন তারা। বাইপাসের ধারে একটি ব্যাঙ্কোয়েটে বসেছিল তাদের বিয়ের আসর।
টলিউডের অনেক চেনা মুখই ছিলেন আমন্ত্রিতদের তালিকায়। ইন্ডাস্ট্রির নতুন বর-কনেকে দেখে মুগ্ধ সবাই।

দর্শনা এবং সৌরভের পরিচয় কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর মাধ্যমে। দীর্ঘ দিন ধরেই তারা কাছের বন্ধু। তবে সেই বন্ধুত্ব ঠিক কবে প্রেমের সম্পর্কে পরিণত হয়েছে, সে বিষয়ে খোলাসা করে জানাননি দুজনের কেউই।
নিজেদের সম্পর্কের কথা কোনওকালেই খুব একটা প্রকাশ্যে আনেননি সৌরভ এবং দর্শনা। এর আগে দীর্ঘদিন ধরে অনিন্দিতার সঙ্গে সম্পর্ক ছিল সৌরভের। দুজনে একত্রবাসও করতেন। সেই সম্পর্ক ভেঙে যায়। পরিচিতেরা বলেন, প্রায় এক বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে সৌরভ এবং দর্শনার। তবে দুজনের কেউই তা কখনও স্বীকার করেননি। সেই নিয়ে খুব একটা মুখও খোলেননি।

দর্শনাকে বিয়ের প্রস্তাব দেন সৌরভ নিজেই। দর্শনা অবশ্য নিজে কোনও জবাব দেননি। বদলে সৌরভকে তাঁর বাড়িতে গিয়ে বিয়ের কথা বলতে বলেন। রাজি হয়ে যান সৌরভ। দর্শনার বাড়িতে গিয়ে বিয়ের কথা বলেন। রাজি হয় পরিবার। রাজি হন দর্শনা। তার পরেই দু’জনে সিদ্ধান্ত নিয়ে ফেলেন, এই অগ্রহায়ণেই ছাঁদনাতলায় বসবেন দু’জনে। যেমন কথা, তেমন কাজ। সেই মতো প্রস্তুতি শুরু করে দুই পরিবার। বাঙালি রীতি মেনেই বিয়ে সারতেন চেয়েছিলেন সৌরভ, দর্শনা। আচার-অনুষ্ঠান থেকে খাদ্যাভ্যাস, সবেতেই রয়েছে বাঙালিয়ানার ছোঁয়া। আইবুড়োভাত, গায়েহলুদ— সবই হয়েছে ধুমধাম করে।

বৃহস্পতিবার ছিল আইবুড়ো ভাত। লাল পেড়ে সাদা তসর বেনারসি পরে আইবুড়ো ভাত খেতে বসেছিলেন দর্শনা। খাবারের তালিকাতেও ছিল একেবারে বাঙালিয়ানা ছোঁয়া। পাঁঠার মাংস, চিংড়ি, ভেটকি- সব ছিল মেনুতে। শুক্রবার সকালে মিটেছে গায়েহলুদের পর্ব। দর্শনা পরেছিলেন হলুদ রঙের সিল্কের শাড়ি আর স্লিভলেস ব্লাউজ। বিয়ের অনুষ্ঠানেও ছিল সাবেকিয়ানার ছোঁয়া। লাল বেনারসিতে সেজেছেন দর্শনা। বেনারসিতে মুগা জরির কাজ। গায়ে সোনার গয়না, কপালে সোনার টিকলি, নাকে নথ। সৌরভ পরেছিলেন সাদা ধুতি-পাঞ্জাবি। গায়ে জড়ানো লাল রঙের শাল। সৌরভের গলায় ছিল সোনার চেইন, চোখে চশমা, হাতে ঘড়ি।

বর-কনে বিয়ের পর কোথায় মধুচন্দ্রিমা যাচ্ছেন, তা এখনও প্রকাশ করেননি। তবে পারিবারিক সূত্রে জানা গেছে, মার্চে বেড়াতে যাচ্ছেন এই নব দম্পতি।

বাংলাদেশ সময়: ২৩:১২:২৬   ৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


হাজীদের সর্বোত্তম স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ - ধর্ম উপদেষ্টা
নির্যাতিত আ.লীগ কর্মীকে গ্রেপ্তার করলে আমি এর বিরুদ্ধে : রিজভী
জামালপুরে বন্ধ পাটকল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন
এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’
ব্যাটারিচালিত রিকশার বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
শ্রম অধিকারগুলো মানতে পারলে জিএসপি সুবিধা মিলবে: বাণিজ্য উপদেষ্টা
তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বিএনপির বৈঠক
শোভিতাই শূন্যতা পূর্ণ করেছে : নাগা চৈতন্য
প্রথম দিনে আইপিএলের নিলামে উঠবে ৮৪ ক্রিকেটার
প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত ভোটের অধিকার ফিরিয়ে দিন: ড. মঈন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ