মুন্সীগঞ্জে পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে। এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।
শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
টঙ্গীবাড়ি থানার ওসি রাজীব খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাল্কহেডটি আটক করা হয়েছে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।
বাংলাদেশ সময়: ২০:২৮:২৩ ১৮৪ বার পঠিত