বাংলাদেশ সফরের আমন্ত্রণে কুয়েতের নতুন আমিরের ইতিবাচক সাড়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ সফরের আমন্ত্রণে কুয়েতের নতুন আমিরের ইতিবাচক সাড়া
মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩



বাংলাদেশ সফরের আমন্ত্রণে কুয়েতের নতুন আমিরের ইতিবাচক সাড়া

বাংলাদেশ সফরের আমন্ত্রণে ইতিবাচক সাড়া দিয়েছেন কুয়েতের নতুন আমির শেখ মেশাল আল-আহমাদ আল-সাবাহ। সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় দেশটির প্রয়াত আমির শেখ নওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহের মৃত্যুতে শোক জানাতে দেশটির প্রশাসনিক কেন্দ্র আমিরি দেওয়ানের শোকসভায় অংশ নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

এ সময়ে কুয়েতের নতুন আমিরকে শিগগিরই বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণের কথাও জানান তিনি। এ আমন্ত্রণের জবাবে ইতিবাচক সাড়া দিয়েছেন কুয়েতের আমির।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়, আমিরি দেওয়ানের শোক সভায় চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। প্রতিনিধিদের মধ্যে আরও ছিলেন কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত, পশ্চিমা এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে সাড়ে ৯টায় দেশে ফেরেন আব্দুল মোমেন।

কাতারের রাজপরিবার ও দেশটির জনগণের কাছে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গভীর শোক ও সমবেদন এবং নতুন আমিরকে উষ্ণ অভিনন্দন পৌঁছে দেন আব্দুল মোমেন।

শোকসভায় কুয়েতে বাংলাদেশিদের কল্যাণে ও দুদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে প্রয়াত আমিরের অবদানের কথা স্মরণ করেন পররাষ্ট্রমন্ত্রী।

শোক সভায় অংশ নেয়ায় আব্দুল মোমেন ও বাংলাদেশি প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। এ ছাড়া বাংলাদেশের জনগণের জীবনমানের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বেরও প্রশংসা করেছেন কুয়েতের নতুন আমির।

বাংলাদেশ সময়: ১৫:০১:৩৭   ১২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
নকশাবহির্ভূত ভবনে রাজউকের অভিযান, জরিমানা
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ নারী আটক
জামালপুরে বিএনপি নেতার তান্ডবে এক অসহায় পরিবার ঘরছাড়া
ভিক্টোরিয়া হাসপাতাল পরিদর্শনে ডিসি
শেষ মুহূর্তের গোলে ইন্দোনেশিয়াকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ
দুদক কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উড়িয়ে দেওয়া যায় না: চেয়ারম্যান
নির্বাচন, সংস্কার নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে: মির্জা ফখরুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ