কর্মজীবী মায়ের সংগ্রামে মেহজাবীন, পেলেন মিলিয়ন ভিউ!

প্রথম পাতা » ছবি গ্যালারী » কর্মজীবী মায়ের সংগ্রামে মেহজাবীন, পেলেন মিলিয়ন ভিউ!
মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩



কর্মজীবী মায়ের সংগ্রামে মেহজাবীন, পেলেন মিলিয়ন ভিউ!

কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভেসে বেড়াচ্ছে। যেখানে দেখা যাচ্ছে বাচ্চা কোলে নিয়ে আছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন। তিনি ‘অনন্যা’ নামে একটি নাটকে কর্মজীবী মায়ের গল্পে অভিনয় করেছেন। তাতে মিলেছে ব্যাপক সাড়া।

বিজয় দিবস ১৬ ডিসেম্বরে ‘অনন্যা’ মুক্তি পেয়েছে ‘সিনেমাওয়ালা’ ইউটিউবে। মুক্তির পর ইউটিউব থেকে আড়াই মিলিয়ন ভিউ হয়েছে। ইউটিউব ট্রেন্ডিংয়ে শুরুর দিকেই জায়গা করে নিয়েছে নাটকটি। কমেন্ট বক্স ভরে গেছে অসংখ্য মন্তব্যে।

নাটকটির তিন মিনিটের একটি ক্লিপস মেহজাবীন তার ফেসবুকে পোস্ট করেছেন। খুব অল্পসময়ে হাজার হাজার শেয়ার হয়েছে ক্লিপসটি। ইতিবাচক সাড়া মিলেছে নাটকটির। অনেক নারীর জীবনের সঙ্গে মিলে গেছে নাটকটির গল্প।

একাধিক নারী নাটকটি দেখে নিজেদের ফেসবুকে তাদের মন্তব্য লিখে পোস্ট করেছেন। একজন অনুসারী আরমিনা আশা লিখেছেন, ‘প্রত্যেকটা মেয়ে তার নিজ নিজ জায়গা থেকে ‘অনন্যা’। প্রেগনেন্সির সময় থেকে বাচ্চা হওয়া বা বাচ্চা বড় করা প্রত্যেকটা দিন একটা মায়ের যে কেমন যায় তার শুধু একজন মাই জানে।’

তিনি আরও বললেন, ‘সত্যি মা হওয়া একটা জব, সেটা ৮ ঘন্টা না ২৪ ঘন্টা জন্য, যেখানে কোন বেতন নেই কোন ছুটি নেই কোন রেস্ট নাই। মেয়েদের সবকিছুতেই পারফেক্ট হতে হয়। পারফেক্ট মেয়ে হতে হবে পারফেক্ট বউ হতে হবে পারফেক্ট মা হতে হবে। পারফেক্ট ভাবে জব করতে হবে পারফেক্টভাবে সংসার করতে হবে সবকিছুতেই পারফেক্ট চাই। একটা মেয়ের ওপর অনেক চাপ। আর সব থেকে বেশি একটা মেয়েকে সেক্রিফাইস করতে হয় তা না হলে সংসার ছেড়ে চলে যেতে হবে।’

নিশাত স্বপ্না নামে একজন লিখেছেন, ‘সব কিছুতে পারফেকশন চাওয়া উচিত না। নারীদেরও মানুষ ভাবা উচিত। যারা একজন সংসারী মেয়েকে আবেগ ও অনুভুতি শূন্য রোবট ভাবেন- তাদের এই নাটকটি দেখা উচিত। আশা করি অনেক কিছুই শিখবেন, বুঝবেন।’

জাহান সুলতানা ও জাকারিয়া নেওয়াজের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। মেহজাবীন ছাড়াও এতে অভিনয় করেছেন শাশ্বত দত্ত, ডলি জহুর, ইসরাত সালেহা, আজম খান, এবি রোকন, বেলায়েত হোসেন, তুষার মামুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:০৪:৪৭   ৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে: সরকারকে সেলিমা রহমান
এটা আপনাদের দেশ, কখনও বিপন্ন বোধ করবেন না: হিন্দুদের প্রতি আসিফ নজরুল
গাজাকে ‘মানবতার লজ্জা’ বলেছেন এরদোগান
সীমান্তে সাড়ে ৪ কেজি সোনা জব্দ করল বিএসএফ
ভেজা মাঠে ভেনেজুয়েলার সাথে পয়েন্ট নষ্ট করলো আর্জেন্টিনা
অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর- উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
বাংলাদেশের সংস্কার উদ্যোগে দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত জাতিসংঘের
দুর্গাপূজায় রানি-রণবীর একসাথে, আলিয়া কোথায়?
শান্তিতে নোবেল পেল জাপানের সংগঠন নিহন হিদাঙ্কিও
বিএনপির নাম ভাঙিয়ে কেউ কেউ ফায়দা লোটার চেষ্টা করছে: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ