মেলবোর্ন টেস্টের আগে বড় দুঃসংবাদ পাকিস্তান দলে

প্রথম পাতা » খেলাধুলা » মেলবোর্ন টেস্টের আগে বড় দুঃসংবাদ পাকিস্তান দলে
বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩



মেলবোর্ন টেস্টের আগে বড় দুঃসংবাদ পাকিস্তান দলে

পার্থ টেস্টে পাকিস্তান দলের হয়ে অভিষেক খুররম শাহজাদের। তবে সুখের দিন খুব বেশি দীর্ঘ হলো না এই পেসারের। অভিষেক টেস্টেই পাঁজর ও তলপেতে চোট পান এই ২৪ বছর বয়সী। সেই চোটে এবার সিরিজই শেষ খুররমের।

পার্থে ৩৬০ রানের হার দিয়ে সিরিজ শুরু করা পাকিস্তান দ্বিতীয় টেস্টের আগে খেলো বড় ধাক্কা। চোটের কারণে সিরিজের বাকি দুই টেস্টের দল থেকে ছিটকে গেছেন ডানহাতি পেসার খুররম শাহজাদ। ২৬ তারিখ মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে।

পার্থে বোলিংয়ের সময় পাঁজরের বাঁ পাশে ব্যথা অনুভব করেন খুররম। সে সময় তার স্ক্যান করে জানা যায়, বাঁ পাশের পাঁজরের হাড়ে আঘাত পেয়েছেন তিনি। যে কারণে মেলবোর্নের পর আগামী বছরের ৩ জানুয়ারি শুরু হতে যাওয়া সিডনি টেস্টেও খেলতে পারবেন না খুররম।

খুররমের ইনজুরি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিবৃতিতে বলেছে, ‘পিসিবি অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞের সঙ্গে কথা বলার পর চোটগ্রস্ত খেলোয়াড়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি এরপর লাহোরের ক্রিকেট একাডেমিতে ফিরে যাবেন এবং সেখানে চোট থেকে সেরে ওঠার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন।’

পার্থে অভিষেক টেস্টে ভালো বোলিং করেছিলেন খুররম। প্রথম ইনিংসে ৮৩ রানে ২ উইকেট শিকার করেন। এরপর দ্বিতীয় ইনিংসে ৪৫ রানে ৩ উইকেট শিকার করেন তিনি। দুই ইনিংসে স্টিভ স্মিথকে তিনিই ফিরিয়েছেন। এছাড়া এই টেস্টে তিনি আউট করেছেন ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশেনকেও।

খুররমের অনুপস্থিতি পাকিস্তান দলের বিপদ আরও বাড়াল। বিশ্বকাপের আগে ইনজুরিতে পড়া নাসিম শাহ এখনও ফিরতে পারেননি। পার্থ টেস্ট শুরুর আগেই ছিটকে যান আবরার আহমেদও। এই স্পিনার বাকি দুই টেস্ট খেলতে পারবেন কি-না তা নিয়েও সন্দেহ আছে।

অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তানের প্রধান কোচের দায়িত্বে থাকা মোহাম্মদ হাফিজ জানিয়েছেন, আবরারের বদলি বাঁহাতি স্পিনার নোমান আলীও আঙুলের ইনজুরিতে ভুগছেন। তাদের বদলি হিসেবে আরেক স্পিন অলরাউন্ডার সাজিদ খানকে ডেকে পাঠালেও পার্থ টেস্টের আগে এসে উপস্থিত হতে পারেননি তিনি।

মেলবোর্ন টেস্টে সাজিদ খানকেই স্পিনার হিসেবে খেলানোর সম্ভাবনাই বেশি। আর খুররমের বদলি হিসেবে হাসান আলি বা মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে দেখা যেতে পারে।

বাংলাদেশ সময়: ১১:৩২:২৪   ৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের
ক্যারিবিয়ানে বাংলাদেশকেও তুলে ধরতে চায় রংপুর রাইডার্স
৪৩৯ রানের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো উইন্ডিজ
২-১ গোলের জয়ে বছর শেষ করল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ