আলমেরিয়ার কঠিন চ্যালেঞ্জ সামলে জয়ে ফিরল বার্সেলোনা

প্রথম পাতা » খেলাধুলা » আলমেরিয়ার কঠিন চ্যালেঞ্জ সামলে জয়ে ফিরল বার্সেলোনা
বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩



আলমেরিয়ার কঠিন চ্যালেঞ্জ সামলে জয়ে ফিরল বার্সেলোনা

লিগ টেবিলের তলানির দলের বিপক্ষেও পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে গেল বার্সেলোনা। দুইবার পিছিয়ে পড়েও উজ্জীবিত পারফরম্যান্সে লড়াই জমিয়ে তুলল আলমেরিয়া। শেষ পর্যন্ত অবশ্য চ্যাম্পিয়নদের আটকাতে পারেনি তারা। সের্হি রবের্তোর জোড়া গোলে জয়ের পথে ফিরল কাতালান ক্লাবটি।

ঘরের মাঠে বুধবার লা লিগার ম্যাচটি ৩-২ গোলে জিতেছে শাভি এর্নান্দেসের দল। সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচ পর জয়ের দেখা পেল তারা।

রাফিনিয়ার গোলে বার্সেলোনা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন লেও বাপতিস্তাও। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে রবের্তোর গোলে দ্বিতীয়বার স্বাগতিকরা এগিয়ে গেলে ফের সমতা টানেন এদগার গনসালেস। পরে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান গড়ে দেন স্প্যানিশ ফুটবলার রবের্তো।

বার্সেলোনা তার ‘বল দখলে রেখে আক্রমণে ওঠার’ চিরচেনা কৌশলে শুরু থেকে এগোতে থাকে। আক্রমণে একচেটিয়া আধিপত্য ধরে রেখে ৩৩তম মিনিটে এগিয়ে যায় তারা। রোনালদ আরাউহোর হেড গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি, আলগা বল সহজেই খুব কাছ থেকে জালে পাঠান রাফিনিয়া।

দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করতে পারতেন রবের্ত লেভানদোভস্কি। তবে ছয় গজ বক্সের বাইরে থেকে পোলিশ তারকার শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক।

৪১তম মিনিটে স্বাগতিকদের স্তব্ধ করে দেয় আলমেরিয়া। অফসাইডের ফাঁদ ভেঙে সতীর্থের রক্ষণচেরা পাস ধরে ডি-বক্সে ঢুকে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বাপতিস্তাও। অফসাইডের বাঁশি বাজলেও ভিএআরে পাল্টায় সিদ্ধান্ত।

দ্বিতীয়ার্ধেও একইরকম চাপ ধরে খেলতে থাকে বার্সেলোনা। ৬০তম মিনিটে রবের্তোর নৈপুণ্যে আবার এগিয়ে যায় তারা। রাফিনিয়ার কর্নারে দুরূহ কোণ থেকে দারুণ হেডে গোলটি করেন এই স্প্যানিয়ার্ড।

অবশ্য এই যাত্রায়ও বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি তারা। ৭১তম মিনিটে ডান দিকের সাইডলাইন থেকে লম্বা করে ফ্রি কিক নেন আরিবাস, ডি-বক্সে জটলার মধ্যে লাফিয়ে বল হাতে নিতে গিয়ে পারেননি গোলরক্ষক ইনাকি পেনা। আলগা বল জালে পাঠান স্প্যানিশ ডিফেন্ডার গনসালেস।

৮৩তম মিনিটে দারুণ নৈপুণ্যে জয়সূচক গোলটি করেন রবের্তো। লেভানদোভস্কির ক্রসে বল ঊরু দিয়ে নামিয়ে বক্সে ঢুকে নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

১৮ ম্যাচে ১১ জয় ও ৫ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বার্সেলোনা। তাদের চেয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে এক ম্যাচ কম খেলা রেয়াল মাদ্রিদ।

রেয়ালের সমান ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে জিরোনা।

বাংলাদেশ সময়: ১৬:২৪:১৫   ৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের
ক্যারিবিয়ানে বাংলাদেশকেও তুলে ধরতে চায় রংপুর রাইডার্স
৪৩৯ রানের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো উইন্ডিজ
২-১ গোলের জয়ে বছর শেষ করল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ