বিভিন্ন প্রতীকে আওয়ামী লীগের লোকজনই প্রার্থী হয়েছেন: জিএম কাদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিভিন্ন প্রতীকে আওয়ামী লীগের লোকজনই প্রার্থী হয়েছেন: জিএম কাদের
সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩



বিভিন্ন প্রতীকে আওয়ামী লীগের লোকজনই প্রার্থী হয়েছেন: জিএম কাদের

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ তাদের একাধিক প্রার্থী দাঁড় করিয়েছে। বিভিন্ন প্রতীকে আওয়ামী লীগের লোকজনই প্রার্থী হয়েছেন। এখন তারা জাতীয় পার্টিকে হয়রানি করছে। জাতীয় পার্টি ভয় করেনা। তারা হয়রানি করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে রংপুরের মিঠাপুকুর বাসষ্টন্ডে এক পথসভায় তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, দেশের মানুষ আজ শান্তিতে নেই। জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে মানুষ শান্তিতে ছিল। আবার শান্তি ফিরিয়ে আনার জন্য পরিবর্তন দরকার আর পরিবর্তনের জন্য জাতীয় পার্টিকে ক্ষমতায় আসতে হবে।

নেতা-কর্মীদের উদ্দেশে জাপা চেয়ারম্যান বলেন, আপনারা ভয় করবেন না। নির্বিঘ্নে লাঙ্গলে ভোট দেবেন। জাতীয় পার্টি আপনাদের ভোটে ক্ষমতায় আসবে।

মিঠাপুরের পথসভায় রংপুর-৫ আসনে জাপার প্রার্থী আনিছুর রহমান আনিছকে পরিচয় করিয়ে দেন জাপা চেয়ারম্যান। তার জন্য সবার কাছে ভোট চান।

পথসভায় বক্তব্য রাখেন রংপুর সিটি করর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, স্থানীয় জাপা নেতা আবদুল হালিম। পথসভা শেষে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেন।

বাংলাদেশ সময়: ২৩:১৩:৩২   ১৪৬ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


যাত্রীবাহী ট্রেনে মিলল ৪ কোটি টাকার এলএসডি ও গহনা
ঘরের মাঠে জয় পেয়েও বিদায় অ্যাস্টন ভিলার, সেমিতে পিএসজি
বরগুনায় ৩৫ কেজি হরিণের মাংসসহ শিকারি গ্রেফতার
চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন নেতা আটক
অচিরেই বিচার বিভাগের আলাদা সচিবালয় বাস্তবায়ন হবে: প্রধান বিচারপতি
বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করবে সে দেশের জনগণ: যুক্তরাষ্ট্র
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
২০২৬ সালে এলডিসি উত্তরণ, পেছনে ফেরার পথ নেই : বিশেষ সহকারী
জুলাই গণঅভ্যুত্থানে বেরোবিতে আহত শিক্ষার্থীদের সম্মাননা সনদ ও চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ