বিদায়ের দ্বারপ্রান্তে ২০২৩। দরজায় কড়া নাড়ছে নতুন বছর ২০২৪। শোবিজ জগতের জন্য বছরটি ছিল বেশ ঘটনাবহুল। চলতি বছর বলিউড অনেক সিনেমাই এবার বেশ আলোচনায় ছিল। পাশাপাশি আলোচনায় ছিল হলিউডের ওপেনহেইমার কিংবা বার্বির মতো অনেক সিনেমা।
চলতি বছর হলিউডের প্রত্যাশিত চলচ্চিত্রগুলো যেমন দর্শক হৃদয় জয় করেছে, তেমনি বহু চলচ্চিত্র প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। কিছু চলচ্চিত্র বক্স অফিসে তাণ্ডব চালিয়ে হলিউডের সর্বকালের রেকর্ডও ভেঙে দিয়েছে। এবছরের সেরা বিশটি ছবির তালিকা তৈরি করেছে ভারতীয় গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া।’ গণমাধ্যমটির দেয়া রেটিং অনুযায়ী চলতি বছরের সেরা বিশটি ছবির তালিকা দেখে নিন এক নজরে।
১. কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন (৪.৫/৫)
২. দ্য ওয়ান্ডারফুল স্টোরি অব হেনরি সুগার (৪.৫/৫)
৩. ওপেনহেইমার (৪.৫/৫)
৪. জন উইক: চ্যাপ্টার ফোর (৪.৫/৫)
৫. দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স (৪.৫/৫)
৬. দ্য শেফার্ড (৪/৫)
৭. দ্য মার্ভেলস (৪/৫)
৮. দ্য পাইগন টানেল
৯. বার্বি (৪/৫)
১০. মিশন ইমপসিবল-ডেড রেকনিং পার্ট ওয়ান (৪/৫)
১১. পাস্ট লাইভস (৪/৫)
১২. ওয়াম! (৪/৫)
১৩. আর ইউ দেয়ার গড? ইটস মি, মারগারেট (৪/৫)
১৪. ওয়ার্ল্ড’স বেস্ট (৪/৫)
১৫. দ্য ফ্ল্যাশ (৪/৫)
১৬. স্পাইডার-ম্যান: অ্যাক্রোস দ্য স্পাইডার-ভার্স (৪/৫)
১৭. ফাইভ সেন্টিমিটার্স পার সেকেন্ড (৪/৫)
১৮. গুড লাক টু ইউ, লিও গ্র্যানডে (৪/৫)
১৯. গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম থ্রি (৪/৫)
২০. লিভিং (৪/৫)
বাংলাদেশ সময়: ১৬:৪৬:৪৫ ৯৯ বার পঠিত