বগুড়ায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবি পরিশোধ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বগুড়ায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবি পরিশোধ
শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩



বগুড়ায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবি পরিশোধ

বগুড়ায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের বীমা দাবি পরিশোধ, পুরস্কার বিতরণী ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বগুড়া মম ইন ইকো পার্কে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজীম উদ্দিন।

বগুড়ায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবি পরিশোধ কোম্পানির বগুড়া এরিয়ার প্রধান ও ভিপি মিজানুর রহমান সিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত বীমা দাবি পরিশোধ, পুরস্কার বিতরণী ও উন্নয়ন সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাহী ভাইস প্রেসিডেন্ট কাজী আব্দুল মতিন, রংপুর ও দিনাজপুর এরিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমিনুল ইসলাম, রাজশাহী এরিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খুরশিদ আলম, তাকাফুল, ঢাকার ভিপি জি এম হেলাল, জনবীমার বগুড়া ও রাজশাহী অঞ্চলের এভিপি আবদুল্লাহ্ আল সাকিল।

অনুষ্ঠানে গ্রাহকদের ৫ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করা হয়। একই সঙ্গে শ্রেষ্ঠ কর্মকর্তা ও কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

এর আগে প্রধান অতিথি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স লিমিটেড কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজীম উদ্দিন বলেন, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স লিমিটেড কোম্পানি ২০২৩ সালে ৪ লক্ষ গ্রাহককে ১২ শত কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছে। মেয়াদ পূর্ণ হলে আমরা গ্রাহকের হাতে বীমা দাবির টাকা পরিশোধ করি বলেই মানুষের আস্থার জায়গায় পৌঁছেছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স। গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত এবং কর্মীদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার মধ্য দিয়েই আমরা সফলতা লাভ করেছি।

অনুষ্ঠানে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের বৃহত্তর বগুড়া, বৃহত্তর রাজশাহী, বৃহত্তর রংপুর ও দিনাজপুর অঞ্চলের কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৭:৫৭   ৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নাটোরে আওয়ামী লীগ কর্মীকে পেটানোর ভিডিও ভাইরাল
পাকিস্তানে বড় বিক্ষোভের প্রস্তুতি ইমরান খানের দলের, ঠেকাতে তোড়জোড় সরকারের
রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৮
পারমাণবিক যুদ্ধের সতর্কবার্তা কিমের
রাস্তার চার ভাগের তিন ভাগই দখলে, কোনো প্রকল্পেই মিলছে না সুফল!
অন্যায়ভাবে হত্যা করার ভয়াবহতা
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
কুয়াকাটায় প্লাস্টিক দূষনের ভয়াবহতা চরমে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ