সর্বাধিক রেমিট্যান্স প্রেরণকারী ৫৯ প্রবাসী পেলেন সিআইপির মর্যাদা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সর্বাধিক রেমিট্যান্স প্রেরণকারী ৫৯ প্রবাসী পেলেন সিআইপির মর্যাদা
শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩



সর্বাধিক রেমিট্যান্স প্রেরণকারী ৫৯ প্রবাসী পেলেন সিআইপির মর্যাদা

বৈধ চ্যানেলে দেশে সর্বাধিক রেমিট্যান্স প্রেরণকারী ৫৯ প্রবাসীকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) ২০২৩ এর মর্যাদা প্রদান করেছে সরকার। এছাড়া আরও দুইটি ক্যাটাগরিতে ১১ প্রবাসীকে সম্মাননা দেওয়া হয়।

শনিবার (৩০ ডিসেম্বর) বিশ্ব প্রবাসী দিবস উপলক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তাদের এ সম্মাননা প্রদান করে।

সম্মাননাপ্রাপ্তরা হলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী ড. এব্রাহাম মোহাম্মদ সরকার, দুবাই প্রবাসী মোহাম্মদ আরিফ উদ্দিন, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মোহাম্মদ ইমরান, যুক্তরাজ্য প্রবাসী তাহসিন উদ্দিন খান, যুক্তরাষ্ট্র প্রবাসী সুবর্ণ সিমন্তনী, দুবাই প্রবাসী মোহাম্মদ জসিম উদ্দিন, সৌদি প্রবাসী শাহজাহান আইজ উদ্দিন, ওমান প্রবাসী আফতাব উদ্দিন জনি, সিরাজুল হক, আশ্রাফ উদ্দিন ( রনি), দুবাই প্রবাসী আবু বক্কর, আলতাফ হোসেন, ওমান প্রবাসী রফিকুল আলম, দক্ষিণ সুদান প্রবাসী কামরুল হাসান সাগর, পোল্যান্ড প্রবাসী মো. ইমরান হোসেন, আরব আমিরাত প্রবাসী মো. আল রুমান খান, মোহাম্মদ হেলাল উদ্দিন, এইচ এম কামরুজ্জামান, সৌদি প্রবাসী মোহাম্মদ শওকত কামাল, সুইজারল্যান্ড প্রবাসী ড. আমিন আহম্মেদ খোন্দকার।

এছাড়া দুবাই প্রবাসী মোহাম্মদ জবরুত খান, কাতার প্রবাসী মোহাম্মদ এমরান হোসেন, আরব আমিরাত প্রবাসী সৈয়দ মামুনুর রশিদ, মো. কাশেম মিয়া, মোহাম্মদ এহসানুর রহমান, মাওলানা জয়নাল আবেদীন, সাইফুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ শরিফ, মুহাম্মদ জিয়া উদ্দিন, মোহাম্মদ ওসমান খান, মোহাম্মদ জসিম উদ্দিন, যুক্তরাষ্ট্র প্রবাসী সৈয়দুর রহমান, ওমান প্রবাসী তাসলিমা করিম মিলি, পোল্যান্ড প্রবাসী মো. নান্নু শেখ, সিঙ্গাপুর প্রবাসী মো.শরীফ উদ্দিন মাহমুদ, বাহারাইন প্রবাসী মহি উদ্দীন, আরব আমিরাত প্রবাসী আনিস উদ্দিন, সুইডেন প্রবাসী কাজী শাহ আলম, আমিরাত প্রবাসী মোহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, সৌদি প্রবাসী ওসমান মৃধা, আরব আমিরাত প্রবাসী আব্দুল হালিম, গোলাম মোহাম্মদ, জাপান প্রবাসী সজল ডি ক্রুজ, মালদ্বীপ প্রবাসী মাসুদ রানা, গ্রীস প্রবাসী মো. সাইদুর রহমান, দুবাই প্রবাসী নুরজাহান আক্তার, মোসম্মৎ জেসমিন আক্তার, যুক্তরাজ্য প্রবাসী সুশান্ত দাশ গুপ্ত, দুবাই প্রবাসী শাহজাহান বাবলু, জার্মান প্রবাসী প্রকৌশলী মো. ফেরদৌস আলম, মালায়শিয়া প্রবাসী মোহাম্মদ সাহাব উদ্দিন, আমিরাত প্রবাসী মো. জাকির হোসেন, জাপান প্রবাসী সাইফুল হক, ওমান প্রবাসী মোসলেহ উদ্দিন, কাতার প্রবাসী কাজী তানজুল ইসলাম, যুক্তরাষ্ট্র প্রবাসী আহাদুল ইমাম, আমজাদ হোসেন চৌধুরী, ওমান প্রবাসী মোহাম্মদ বাদশা মিয়া ও কবির আহমেদ।

এছাড়াও বাংলাদেশে শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী যুক্তরাষ্ট্রের প্রবাসী কল্লোল আহমদ এবং বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসি ১০ জনকে সিআইপির মর্যাদা প্রদান করা হয়।

সিআইপি কার্ডধারী এসব ব্যক্তিরা সচিবালয়ে প্রবেশে সেটি বিশেষ পাস হিসেবে ব্যবহার করবেন। ব্যবসা-সংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও নৌপথে সরকারি যানবাহনে সংরক্ষিত আসনে অগ্রাধিকার, বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহার, ব্যবসায়িক কাজে বিদেশ ভ্রমণের ভিসা প্রাপ্তির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে লেটার অব ইন্ট্রোডাকশন সুবিধা পাবেন। এ সুবিধা আগামী এক বছরের জন্য কার্যকর থাকবে।

বাংলাদেশ সময়: ১৫:৪২:১২   ৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঢাকেশ্বরী মন্দিরে ড. ইউনূস
দুর্গাপূজার পরই সাঁড়াশি অভিযান: আইজিপি
ফরিদপুরে অ্যালকোহল পানে দুই কলেজছাত্রীর মৃত্যু
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
কেউ যেন নাশকতা করতে না পারে সেজন্য প্রস্তুত আছি: র‍্যাব ডিজি
কারাগারে থেকে নোবেল শান্তি পুরস্কার পান যারা
চট্টগ্রামে বিএনপি ও জামায়াত নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন চীনা রাষ্ট্রদূত
পূজার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে দিনরাত কাজ করছি : ফারুক-ই-আজম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ