জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে নতুন বছরে নতুন বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে বারবার নতুন বইয়ের পাতা উল্টিয়ে দেখছে আর বইগুলো পরম যত্নে দুহাতে বুকে চেপে ধরে আনন্দ উল্লাস করছে।
সোমবার (১ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলার সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় (স্কুল এন্ড কলেজ) মাঠে এমন চিত্র দেখা যায়। বই বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার।
উক্ত বই বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় (স্কুল এন্ড কলেজ) এর (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ প্রীতি রেখা দাস। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র স্কুল এন্ড কলেজের গভর্নিং পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, জুলহাস উদ্দিন শহীদুল্লাহ ও সাইফুল ইসলাম প্রমুখ।
এছাড়াও অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সহ অভিভাবক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
বই বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নতুন কারিকুলামে রূপান্তরিত এ শিক্ষা কার্যক্রমকে স্বাগত জানিয়ে তিনি বলেন, প্রত্যেক স্কুলে সহশিক্ষা কার্যক্রম চালু রেখে শৃঙ্খল ও সুন্দর জীবন গড়তে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের আধুনিক স্মার্ট ও সুন্দর বাংলাদেশ গড়ার কারিগর। তোমরা নতুন বছরে নতুন বই পেয়ে যে উদ্দীপনা ও উচ্ছ্বাসিত হয়েছো এটি যেন সকল শিক্ষার্থীদের মাঝে উজ্জীবিত থাকে এটাই আমার প্রত্যাশা।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সফিকুল ইসলাম জানান এবার ৮৮৭ জন শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:১৪:৪৩ ২৬৫ বার পঠিত