ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা শুরু হয়েছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ১টা ৮ মিনিটে কোরআন তেলাওয়াত, গীতা ও বাইবেল পাঠের মাধ্যমে এ সমাবেশ শুরু হয়।
এরপর সম্মিলিতভাবে জাতীয় সংগীত গাওয়া হয়। পরে বক্তব্য শুরু করেন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতারা।
এদিকে নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা আসতে শুরু করেন।
ফরিদপুরের বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নেতাকর্মীরা মিছিল করে এ সমাবেশে যোগ দিয়েছেন। বিভিন্ন রঙের টি-শার্ট, টুপি পরে মিছিল নিয়ে এসেছেন তারা।
ব্যানার, পোস্টার, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে তারা মিছিল করেন। নেতাকর্মীরা কাঠ ও কাগজের বিভিন্ন ধরনের নৌকা নিয়ে মিছিলের মাধ্যমে সমাবেশে যোগ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫:২৫:২৫ ১৯৬ বার পঠিত #নির্বাচন ২০২৪