কুড়িগ্রামে কমেছে তাপমাত্রা, বেড়েছে শীতের তীব্রতা

প্রথম পাতা » ছবি গ্যালারী » কুড়িগ্রামে কমেছে তাপমাত্রা, বেড়েছে শীতের তীব্রতা
বুধবার, ৩ জানুয়ারী ২০২৪



কুড়িগ্রামে কমেছে তাপমাত্রা, বেড়েছে শীতের তীব্রতা

কুড়িগ্রামে ঘন কুয়াশা কনকনে ঠান্ডা ও উত্তরীয় হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ৩-৪ দিন ধরে তাপমাত্রা দ্রুত কমে ঠান্ডার মাত্রা অনেকগুণে বাড়িয়ে তুলেছে। ফলে এ অবস্থায় বিপাকে পড়েছে উত্তরের এ জনপদের মানুষজন।

রাতভর বৃষ্টির মতো কুয়াশা টিপটিপ করে পড়তে থাকে। সকাল পেরিয়ে দুপুর হয়ে গেলেও সূর্যের দেখা যায় না। এ অবস্থায় যাতায়াতে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়েছে। ফলে দিনের বেলায়ও কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়েও রাস্তায় অনেক যান চলাচল করছে।

বুধবার (৩ জানুয়ারি) সকাল নয়টায় রাজারহাট কৃষি আবহাওয়া অফিস জানায়, আজ তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা এ বছরে সর্বনিম্ন তাপমাত্রা।

এ তাপমাত্রা আরও কমবে এবং দ্রুত মৃদু শৈত্য প্রবাহ কিংবা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের আশঙ্কা করা হচ্ছে বলে জানান এ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার।

তিনি বলেন, আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু এখন জানুয়ারি মাসে শৈত্যপ্রবাহ হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে এরূপ পরিস্থিতিতে এ অঞ্চলের জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। বিশেষ করে তীব্র শীতে শিশু ও বৃদ্ধরা কাহিল হয়ে পড়েছে। ঘর থেকে বের হতে পারছেন না কেউই।কাজে যেতে সাহস পাচ্ছেন না দিনমজুর ও শ্রমিক শ্রেণিপেশার মানুষজন।

ধরলা নদীপাড়ের কচাকাটা এলাকার দিনমজুর কায়ছার আলী জানায়, গতকাল থেকে কাজে যেতে পারছি না। যেরকম ঠান্ডা পড়েছে এতে কাজ করা খুবই কষ্টকর হয়ে গেছে। তবুও পেট বাঁচাতে কাজে যেতেই হবে।

শহরের পৌর বাজার এলাকার ভ্যানচালক ছকমল মিয়া জানান, ‘গাড়ি আনি ফেলে থুছি ফায়ার সার্ভিসের সামনত। এ্যালা কাইও মাল টানতে বলেও না হামারও তাগদ কুলায় না এত ঠান্ডাত। তাও বাচ্চা-কাচ্চা পরিবারের জন্য গাড়ি বের করচি।’

এদিকে, জেলা প্রশাসন থেকে এ বছরের শীতে এখন পর্যন্ত ৩০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:২৫:১৬   ১২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গাজায় নিহত আরও ৫২, হামলা জোরদারের ঘোষণা নেতানিয়াহুর
আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া ২ বিচারপতিকে সংবর্ধনা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে: আসিফ নজরুল
রাফিনিয়া নৈপুণ্যে লা লিগায় প্রত্যাবর্তনের গল্প লিখলো বার্সেলোনা
যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পের বিরুদ্ধে ফের হাজারো মানুষের বিক্ষোভ
ঝালকাঠিতে সবজির সঙ্গে গাঁজা চাষ, আটক ১
ট্রাইব্যুনালে আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৯ জন
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ