জয় দিয়ে বছর শুরু রিয়াল মাদ্রিদের

প্রথম পাতা » খেলাধুলা » জয় দিয়ে বছর শুরু রিয়াল মাদ্রিদের
বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪



জয় দিয়ে বছর শুরু রিয়াল মাদ্রিদের

লা লিগায় বুধবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মায়োর্কার বিপক্ষে খেলতে নেমে ডিফেন্ডার রুডিগারের মাত্র গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।

প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই রক্ষণাত্মক ফুটবল খেলে ৫ ডিফেন্ডার নিয়ে খেলতে নামা মায়োর্কা। তাদের এই রক্ষণাত্মক কৌশল কাজও করে ম্যাচের ৭৭ মিনিট পর্যন্ত। তবে ম্যাচের ৭৮ মিনিটে জার্মান ডিফেন্ডারের গোলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে আনচেলিত্তর শিষ্যরা।

ম্যাচের ছয় মিনিটেই সুযোগ মিস করেন ভিনিসিয়ুস জুনিয়র। লুকা মদ্রিচের পাস পেয়ে ডি-বক্সের ভেতরে গোলরক্ষককে একা পেয়েও বল বাইরে পাঠান এই ব্রাজিলিয়ান উইঙ্গার। ম্যাচের ৩৭ মিনিটে আবারো গোল করার সুযোগ এসেছিল ভিনির কাছে। তবে মায়োর্কার গোলরক্ষকের দারুণ সেভে বেঁচে যায় সফরকারীরা।

এরপর একের পর এক আক্রমণ করলেও সফরকারীদের রক্ষণভাগ ভেদ করতে ব্যর্থ হয়েছে স্বাগতিকরা। তাই গোল শূণ্য থেকে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে মাঠে আরো আক্রমণাত্মক হয়ে ওঠে ভিনিসিয়ুস-বেলিংহ্যামরা। তবে সাফল্য পাচ্ছিল না তারা। ম্যাচের ৬৯ মিনিটে রিয়াল ফুটবলারদের আবারও হতাশ করেন মায়োর্কার গোলরক্ষক প্রেড্রাগ রাজকোভিচ। ডি-বক্সের ভেতর থেকে রদ্রিগোর শট অসাধারণভাবে ঠেকিয়ে দেন তিনি।

অবশেষে ম্যাচর ৭৮তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। মদ্রিচের নেওয়া এক দারুণ কর্নার থেকে মাথা ঠেকিয়ে বল জালে পাঠান রুডিগার। বাকি সময়ে সফরকারীরা সমতায় ফিরতে না পারায় ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ জায়ান্টরা।

এতে ১৯ ম্যাচে ১৫ জয় ও ৩ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে টেবিলের রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে জিরোনা। তারা রিয়াল থেকে গোল ব্যবধানে পিছিয়ে আছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:১০   ১১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


দুর্দান্ত হামজা, তিন ম্যাচ পর জয় পেল শেফিল্ড
কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে শুভসূচনা বাংলাদেশের
রিয়ালকে বিদায় করে সেমিফাইনালে আর্সেনাল
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ
ভালো শুরুর পর বিপর্যয়, শেষে নাহিদা-রাবেয়ার প্রতিরোধে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের
ইআরডি ও আইওএম-এর মধ্যে ৫ মিলিয়ন ইউরোর চুক্তি
ঘরের মাঠে জয় পেয়েও বিদায় অ্যাস্টন ভিলার, সেমিতে পিএসজি
চলতি মাসেই শিরোপা পেয়ে যেতে পারে লিভারপুল
রিতু মনির বীরত্বে রেকর্ড জয় বাংলাদেশের
বাংলাদেশকে বড় লক্ষ্য দিল আয়ারল্যান্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ