বিএনপি-জামাতের প্রতিটি খুনের বিচার হবে : শেখ সেলিম

প্রথম পাতা » গোপালগঞ্জ » বিএনপি-জামাতের প্রতিটি খুনের বিচার হবে : শেখ সেলিম
শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪



বিএনপি-জামাতের প্রতিটি খুনের বিচার হবে : শেখ সেলিম

কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপি- জামাতের সংঘটিত প্রত্যেকটা খুনের বিচার হবে।
তিনি আজ বৃহস্পতিবার(৪ জানুয়ারী) গোপালগঞ্জ পৌরপার্কে পৌর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবিরের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম শাহাব উদ্দিন আজম, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুন্সি মোঃ আতিয়ার রহমান, এফবিসিসিআই’র সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম, যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, পৌর সভার মেয়র শেখ রকিব হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
শেখ সেলিম বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপির নাম কেউ নেবে না। তাই বিএনপি নির্বাচন বানচাল করতে চায়।
তিনি বলেন, খালদা জিয়ার ছেলে লন্ডনে বসে অবরোধের ডাক দিচ্ছে। সে দেশে এসে নির্বাচনে দাড়ালে তার জামানত থাকবে না।
শেখ সেলিম আরো বলেন, এবাবের নির্বাচন আওয়ামী লীগের জন্য খুবই গুরুত্বপূর্ন। এই নির্বাচনে জয়লাভ করে এদের নাম নিশানা মুছে দেয়ার পাশাপাশি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। শেখ হাসিনার ভিশন-২০৪১ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে।
নির্বাচনী প্রচারণার শেষ দিনে গোপালগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলুল করিম সেলিমের পক্ষে ব্যাপক শোডাউন করা হয়। বিকেলে ৪ টায় শহরের পৌরপার্কের জনসভায় পৌরসভার ১৫টি ওয়ার্ড থেকে মিছিল সহকারে হাজার হাজার নারী-পুরুষ যোগ দেন।এছাড়া ব্যানার ফেস্টুন নিয়ে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মিরা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতা-কর্মি নৌকার শ্লোগান দিয়ে জনসভায় যোগ দেন।

বাংলাদেশ সময়: ১৬:১০:৩৬   ৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা
গোপালগঞ্জে আহত সেনাসদস্যদের দেখতে যশোর সিএমএইচ এ সেনাবাহিনী প্রধান
শোকাবহ আগস্টের প্রথম দিন: টুঙ্গিপাড়ায় শোকার্ত মানুষের ঢল
গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় দুইভাই নিহত
জাতির পিতার সমাধিতে বাংলা একাডেমির নতুন মহাপরিচালকের শ্রদ্ধা
গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু
গোপালগঞ্জে ২৩ আনসার ব্যাটালিয়নের উদ্যোগে ১০০ বৃক্ষের চারা বৃক্ষরোপণ
গোপালগঞ্জে ৩৮০ কোটি টাকার পাট উৎপাদনের আশা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্কাউটে উদ্বুদ্ধ করতে ছাত্রীদের জন্য হলদে পাখির পোশাক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ