দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী। রোববার (৭ জানুয়ারি) সকালে ভোট কেন্দ্রে গিয়ে তিনি ভোট প্রদান করেন।
এদিকে, পিতা গাজীর সাথে ভোট প্রদান করেছেন পুত্র গাজী গোলাম মর্তুজা পাপ্পা। রূপগঞ্জে পিতার সাথে স্বতন্ত্র হয়ে পিতার সাথে প্রতিদ্বন্দ্বীতা করছেন তিনি।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ-১ আসনে ৯ জন প্রার্থী আছেন। এরা হলেন, আওয়ামী লীগ থেকে- গোলাম দস্তগীর গাজী, প্রতীক- নৌকা ; তৃণমূল বিএনপি থেকে- তৈমুর আলম খন্দকার, প্রতীক- সোনালী আঁশ; স্বতন্ত্র হয়ে- শাহজাহান ভূঁইয়া, প্রতীক- কেটলী; স্বতন্ত্র হয়ে- মো. হাবিবুর রহমান, প্রতীক- আলমিরা; স্বতন্ত্র হয়ে- গাজী গোলাম মর্তুজা পাপ্পা, প্রতীক- ঈগল; জাকের পার্টি থেকে- মো. জোবায়ের আলম, প্রতীক- গোলাপ ফুল; জাতীয় পার্টি থেকে- মো. সাইফল ইসলাম, প্রতীক- লাঙ্গল; স্বতন্ত্র হয়ে- মো. জয়নাল আবেদীন চৌধুরী, প্রতীক- ট্রাক; ইসলামিক ফ্রন্ট থেকে- একেএম শাহিদুল ইসলাম, প্রতীক- চেয়ার। দিন শেষে এই ৯ জনের মধ্য থেকে একজন সংসদ সদস্য নির্বাচিত হবেন।
বাংলাদেশ সময়: ১১:২৬:৫৭ ২৩৬ বার পঠিত