অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ছে বাংলাদেশের যুবারা

প্রথম পাতা » খেলাধুলা » অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ছে বাংলাদেশের যুবারা
রবিবার, ৭ জানুয়ারী ২০২৪



অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ছে বাংলাদেশের যুবারা

দ্বিতীয়বারের মত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে রোববার (৭ জানুয়ারি) দিবাগত রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়ছে বাংলাদেশ যুব ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা এ কথা জানান।

গেল বছরের ডিসেম্বরে প্রথমবারের মতো এশিয়া কাপ শিরোপা জয়ের কারণে আসন্ন বিশ্বকাপে তরুণদের নিয়ে প্রত্যাশা অনেক বেশি। এশিয়া কাপ জয়ী দলের সব খেলোয়াড়কেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলে রাখা হয়েছে।

১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া যুব বিশ্বকাপেও বাংলাদেশকে নেতৃত্ব দিবেন এশিয়া কাপে অধিনায়ক হিসেবে সামনে থেকে দায়িত্ব পালন করা মাহফুজুর রহমান রাব্বি। দক্ষিণ আফ্রিকার মাঠেই ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিলো আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ।

প্রাথমিকভাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করার কথা ছিলো শ্রীলংকার। কিন্তু সরকারি হস্তক্ষেপের কারনে শ্রীলংকা ক্রিকেটের সদস্যপদ স্থগিত করেছে আইসিসি। এজন্য যুব বিশ্বকাপ আয়াজন করবে দক্ষিণ আফ্রিকা।

২-৭ জানুয়ারী ঢাকায় ফিটনেস এবং স্কিল ক্যাম্প ছিল বাংলাদেশ যুব দলের। পচেফস্ট্রুমে ৯-১২ জানুয়ারি ইভেন্ট শুরুর আগে একটি ক্যাম্প করবে তারা। টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের সাথে রয়েছে বাংলাদেশ। ১৬ দলের এই আসরে গ্রুপের শীর্ষ দুই দল কোয়ার্টার ফাইনালে খেলবে।

২০ জানুয়ারি ব্লুমফন্টেইনে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে যুব বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

নির্বাচক হান্নান সরকার বলেন, ‘মূল লক্ষ্য শিরোপা পুনরুদ্ধার করা। প্রথমে আমরা সেমিফাইনাল নিশ্চিত করতে চাই। এরপর নকআউটের ম্যাচ জয়ে ফাইনাল নিশ্চিত হবে। দু’টি জয় আমাদের চ্যাম্পিয়ন করবে। চ্যাম্পিয়ন হওয়াই সবসময় মূল লক্ষ্য।’

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল : মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আহরার আমিন (সহ-অধিনায়ক) আশিকুর রহমান শিবলি, জিসান আলম, মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান, আরিফুল ইসলাম, শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, মোহাম্মদ রাফি উজ্জামান রাফি, রোহানাত দৌল্লাহ বর্ষণ, ইকবাল হোসেন ইমন, ওয়াসি সিদ্দিক ও মারুফ মৃধা।

স্ট্যান্ড বাই : নাঈম আহমেদ, রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভির আহমেদ, একান্ত শেখ।

বাংলাদেশ সময়: ২২:০৪:১৮   ৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের
ক্যারিবিয়ানে বাংলাদেশকেও তুলে ধরতে চায় রংপুর রাইডার্স
৪৩৯ রানের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো উইন্ডিজ
২-১ গোলের জয়ে বছর শেষ করল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ