জামালপুর প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর- ৪ (সরিষাবাড়ী) আসনে ট্রাকের কাছে নৌকার পরাজয় হয়েছে। এছাড়াও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক স্বাস্থ্য ও তথ্য প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসান বিপুল ভোটে হেরে গেছেন।
রবিবার (৭ জানুয়ারি) সারা দেশে ন্যায় উপজেলার ৮৯টি ভোট কেন্দ্রে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সারাদিন ব্যাপী শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও সকালের দিকে কয়েকটি ভোট কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটে।
উপজেলা পরিষদ হলরুমে নির্বাচনী তথ্য/ফলাফল সংগ্রহ ও পরিবেশ কেন্দ্র হতে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জানান, নৌকা মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান হেলাল পেয়েছেন ৪৭৬৩৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী ড.মুরাদ হাসান ঈগল প্রতীকে পেয়েছেন ৩৭৪৩৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আব্দুর রশিদ ট্রাক প্রতীকে পেয়েছেন ৫০৬৭৮ ভোট। নৌকার প্রার্থী মাহবুবুর রহমান হেলাল বিজয়ীর চেয়ে ৩০৪০ কম পেয়ে পরাজিত হন এবং ড. মুরাদ হাসান বিজয়ীর চেয়ে ১৩২৪৫ কম পেয়ে পরাজিত হয়েছেন।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আব্দুর রশিদ এর ট্রাক প্রতীক কে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করেছেন।
বাংলাদেশ সময়: ২২:২১:৪৪ ১৪৬ বার পঠিত