ভর্তুকি কমানোর প্রতিবাদে বার্লিনের রাস্তায় কৃষকদের আন্দোলন

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভর্তুকি কমানোর প্রতিবাদে বার্লিনের রাস্তায় কৃষকদের আন্দোলন
সোমবার, ৮ জানুয়ারী ২০২৪



ভর্তুকি কমানোর প্রতিবাদে বার্লিনের রাস্তায় কৃষকদের আন্দোলন

সরকার কৃষিতে ভর্তুকি কমিয়ে দিচ্ছে এই অভিযোগ এনে জার্মানিতে রাস্তায় আন্দোলনে নেমেছেন কৃষকেরা। রোববার দেশটির বিভিন্ন প্রান্ত থেকে কৃষকেরা এসে পৌঁছেছেন রাজধানী বার্লিনে।

সরকার কৃষিখাতে ভর্তুকি কমানোর যে সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে পথে নেমেছেন তারা। জার্মান সরকার অবশ্য জানিয়েছে, কৃষিতে প্রভূত পরিমাণ ভর্তুকি দেওয়া হয়। এই আন্দোলনের পেছনে আছে অতি ডানপন্থি রাজনীতি।

চ্যান্সেলর ওলফ শলৎসের নেতৃত্বে জার্মানিতে এখন জোট সরকার চলছে। সম্প্রতি এই সরকার সিদ্ধান্ত নিয়েছে, কৃষিখাতে বেশ কিছু ভর্তুকি কমানো হবে। কারণ, জার্মানিতে কৃষিক্ষেত্রে বিপুল পরিমাণ ভর্তুকি দেওয়া হয় বলে সরকারের দাবি।

এরই প্রতিবাদে রাস্তায় নামার হুমকি দেয় কৃষকেরা। তার জেরে কয়েকটি প্রস্তাব ফিরিয়ে নেয় সরকার। কিন্তু তাতেও খুশি হননি কৃষকেরা। বার্লিনে গিয়ে ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গ গেটের সামনে থেকে বিক্ষোভ শুরু করার পরিকল্পনা করেন তারা। সেই মতোই রোববার বিকেলে বার্লিনে পৌঁছান কৃষকেরা।

শুক্রবারেই জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছিলেন, এই আন্দোলনের পেছনে অতি ডানপন্থিদের হাত আছে। জার্মান অর্থমন্ত্রী কৃষকদের ফিরে যাওয়ার আবেদন জানিয়েছিলেন। কিন্তু কৃষকেরা তাতে রাজি হননি।

এদিকে সাবেক শাসক দল সিডিইউ, সিএসইউ, অতি ডানপন্থি এএফডি এবং আরেকটি দক্ষিণপন্থি দল ফ্রি ভোটারস এই আন্দোলনকে সমর্থন করেছে।

কৃষক আন্দোলনের জেরে বার্লিনের বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। যার জেরে সোমবার সপ্তাহের প্রথম দিন যানজটের আশঙ্কা আছে বলে মনে করা হচ্ছে। পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আগাম সতর্কতা জারি করা হয়েছে।

হামবুর্গেও যানজটের আশঙ্কা প্রকাশ করে বিবৃতি দিয়েছে প্রশাসন। কারণ সেখানেও কৃষকেরা শহরে এসে প্রতিবাদ দেখাতে পারেন বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:৫২   ৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সিরিয়ার লাতাকিয়ায় ইসরাইল বিমান হামলা চালিয়েছে: রাষ্ট্রীয় গণমাধ্যম
আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা, গ্রেফতার না করার বিষয়ে কী বললো যুক্তরাষ্ট্র?
ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে হারেননি, দাবি ভ্যান্সের
নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণ, নিহত ৯০
ওমর আবদুল্লাহ জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী
হ্যারিস নিজের পথ খুঁজে নিবেন : বাইডেন
সাগরপথে মালয়েশিয়া পাচারকালে টেকনাফে ২০ জনকে উদ্ধার, আটক ৩
ভারত-কানাডা কূটনীতিক টানাপোড়েন, কী বলল যুক্তরাষ্ট্র
ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা
ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলায় নিহত ৪, কয়েক ডজন আহত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ