নীলফামারীতে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নীলফামারীতে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণ
মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪



নীলফামারীতে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণ

জেলা সদরে আজ রূপালী ব্যাংকের সৌজন্যে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণ করেছেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
আজ মঙ্গলবার বেলা আড়াইটায় জেলা সদরের ডায়াবেটিক হাসপাতাল, ডাকবাংলো হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, ইটাখোলা ইউনিয়নের কাজিপাড়ায় তিনি আটশ’ কম্বল বিতরণ করেন।
এ সময় রূপালী ব্যাংকের চেয়ারম্যান কাজি সানাউল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, রূপালী ব্যাংকের রংপুর বিভাগীয় প্রধান আবুল হাসান, নীলফামারী চেম্বার অব কমার্স এ- ইন্ডাস্ট্রিজের সভাপতি প্রকৌশলী এসএম সফিকুল আলম ডাবলু, জেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. মজিবুল হাসান চৌধুরী শাহিন, রূপালী ব্যাংকের নীলফামারী শাখা ব্যবস্থাপক মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
অন্যদিকে, মঙ্গলবার বেলা ১২টায় জেলার ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের খাটুরিয়া গ্রামে আশ্রয়ণ-২ প্রকল্পের ৯২জন উপকারভোগির মধ্যে কম্বল বিতরণ করেন নীলফামারীর জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
এসময় উপস্থিত ছিলেন জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী প্রমুখ।
জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ জানান, ইতিমধ্যে জেলার ছয়টি উপজেলায় ৪০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। সরকারিভাবে আরো ২০ হাজার কম্বল বরাদ্দের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে।
একইদিন, বেলা তিনটায় ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ চত্বরে পূবালী ব্যাংকের আয়োজনে ৩৫০টি কম্বল বিতরণ করে ব্যাংকার্স ক্লাব।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, রংপুর- এর নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম ও পরিচালক মো. শাখাওয়াত হোসেন, পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও রংপুর অঞ্চল প্রধান মো. সাজিদুর রহমান, একই ব্যাংকের সহকারি মহাব্যবস্থাপক মো. মাহবুবার রহমান চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৪০:১৫   ১৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কুয়াকাটায় প্লাস্টিক দূষনের ভয়াবহতা চরমে
বিনিয়োগ ও বাণিজ্য প্রসারে পর্যটনের অবদান অপরিসীম - হাসান আরিফ
মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ - ধর্ম উপদেষ্টা
বাংলাদেশ চোখের সেবা সম্প্রসারণে অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস
এলডিসি দেশগুলোর জন্য ডলার বরাদ্দে ইইউর সমর্থন চাইল বাংলাদেশ
ইসলামী ব্যাংকের সঙ্গে হাব-এর মতবিনিময় সভা
আদানির সঙ্গে আড়াইশ’ কোটি মার্কিন ডলারের চুক্তি বাতিল কেনিয়ার
বেনাপোল সীমান্ত থেকে ভারতীয় ফেনসিডিল জব্দ
সাংবাদিকদের হত্যা মামলায় জড়ানো নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানালো আরএসএফ
লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৮২ জন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ