ন্যাম সম্মেলনে জাতীয় বক্তব্য রাখবেন পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ন্যাম সম্মেলনে জাতীয় বক্তব্য রাখবেন পররাষ্ট্রমন্ত্রী
শনিবার, ২০ জানুয়ারী ২০২৪



ন্যাম সম্মেলনে জাতীয় বক্তব্য রাখবেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ গতকাল শুক্রবার (স্থানীয় সময়) উগান্ডার রাজধানী কাম্পালায় ন্যাম শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন।
আজ ঢাকায় প্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি ন্যাম শীর্ষ সম্মেলন এবং জি-৭৭-এর তৃতীয় দক্ষিণ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বাংলাদেশের জাতীয় বক্তব্য প্রদান করবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ১৯ থেকে ২০ জানুয়ারি জোট নিরপেক্ষ আন্দোলনের ১৯তম শীর্ষ সম্মেলনে এবং ২১-২২ জানুয়ারি জি-৭৭ ও চীনের তৃতীয় দক্ষিণ শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
এছাড়া তিনি এ সময়ে বেশ কয়েকটি দেশের পররাষ্ট্র মন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘ মহাসচিব ও কমনওয়েলথ মহাসচিবের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।
জোট নিরপেক্ষ আন্দোলনের নতুন চেয়ার হিসেবে উগান্ডার প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনি ন্যাম শীর্ষ সম্মেলন উদ্বোধন করেন।
শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আজারবাইজানের প্রেসিডেন্ট, ন্যাম-এর বিদায়ী চেয়ার, সাধারণ পরিষদের সভাপতি, গ্রুপ-৭৭ ও চীনের সভাপতি হিসেবে কিউবার ভাইস প্রেসিডেন্ট এবং বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠীর প্রতিনিধিরা বক্তৃতা করেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী উগান্ডার প্রেসিডেন্টের দেওয়া রাষ্ট্রীয় ভোজসভায়ও যোগ দেন।
ড. হাছানের সঙ্গে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন রয়েছেন, যিনি ন্যাম-এর মন্ত্রী পর্যায়ের এবং ঊর্ধ্বতন দাপ্তরিক বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
এছাড়াও রয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত এবং কেনিয়া ও উগান্ডায় বাংলাদেশের হাইকমিশনার তারেক মুহাম্মদ।

বাংলাদেশ সময়: ১৫:৪৪:৫৭   ৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএনপির নামে কেউ চাঁদা নিতে আসলে বেঁধে রাখবেন: সাখাওয়াত
কপ২৯ সম্মেলনে অনুদানভিত্তিক অর্থ বরাদ্দের আহ্বান পরিবেশ উপদেষ্টার
‘মুক্ত খালেদা জিয়া’ ছাত্র-জনতার আন্দোলনের অর্জন : নাহিদ ইসলাম
বাংলাদেশ-ভারত আলোচনায় হাসিনার প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করা হতে পারে: পররাষ্ট্র মন্ত্রণালয়
সশস্ত্র বাহিনী বিশ্বাস ও আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে : অধ্যাপক ইউনূস
সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সাথে প্রধান উপদেষ্টার কুশল বিনিময়
রাষ্ট্রপতির সাথে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
অংশীজনদের নিয়ে আগামী বছর জাতিসংঘের কনফারেন্স
রাজধানীতে তিন দিনব্যাপি মুদ্রা প্রদর্শনী শুরু
এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ