নির্বাচন নিয়ে কথা বলে আর কোন লাভ নেই : হানিফ

প্রথম পাতা » খুলনা » নির্বাচন নিয়ে কথা বলে আর কোন লাভ নেই : হানিফ
রবিবার, ২১ জানুয়ারী ২০২৪



নির্বাচন নিয়ে কথা বলে আর কোন লাভ নেই : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দেশে-বিদেশে নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে, তাই নির্বাচন নিয়ে কথা বলে আর কোন লাভ নেই।
আজ রোববার কুষ্টিয়া মোহিনী মিল মাঠে রহিমা-আফছার স্মৃতি টি২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, উৎসব-মুখর পরিবেশে অংশ নিয়ে জনগণই নির্ধারণ করে দিয়েছে যে এটা গ্রহনযোগ্য নির্বাচন হয়েছে। ইতিমধ্যেই দেশে-বিদেশে নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে। তাই এই নির্বাচন নিয়ে আর কোন কথা বলে কেউ হয়ত মানুষিক শান্তি পেতে পারে, এছাড়া আর কোন লাভ নেই।
বিরোধী দল প্রসঙ্গে হানিফ বলেন, জাতীয় পার্টি বিরোধী দলে ছিল, এখনও তারাই বিরোধী দল আছে। আশা করছি বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নির্বাচন পরবর্তি দলের সাংগঠনিক অবস্থা নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে বাধা না থাকায় দলের অনেক নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থী হয়েছিলো। যে কারণে দলের মধ্যে কিছুটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে। নিরসনে ইতিমধ্যেই পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে। জাতীয় নির্বাচন নিয়ে দলের মধ্যে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, উপজেলা নির্বাচনের আগে তা আর থাকবে না।
পরে পায়রা ও বেলুন উড়িয়ে মাহবুব উল আলম হানিফ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করেন।
এসময় আলোচনা সভাতেও বক্তব্য রাখেন তিনি।
উদ্বোধনী ম্যাচে কুমারখালী ক্রিকেট একাডেমি ও রোজা রাইডার্স মুখোমুখি হন। মোট ২৪ দল এই খেলায় অংশ নেবে।

বাংলাদেশ সময়: ১৭:০৫:০৬   ১০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


বেনাপোল সীমান্ত থেকে ভারতীয় ফেনসিডিল জব্দ
মেহেরপুরে অস্ত্র-গুলি ও কৃষি পণ্যসহ ইউপি সদস্য আটক
নড়াইলে শীত কালীন সবজি বাজারে আসায় দাম কমছে
ভারতে অনুপ্রবেশের সময় শার্শায় তিন নারী আটক
একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
যশোরে পিয়াল হত্যা মামলায় ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২
ভবদহ জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন রিজওয়ানা হাসান
আলেম সমাজ সামাজিক শক্তির প্রতিভূ : ধর্ম উপদেষ্টা
সীমান্তে যাত্রীর কোমরে মিলল সোয়া কোটি টাকার স্বর্ণ
মোংলা বন্দরের উন্নয়ন দৃশ্যমান নয় : নৌপরিবহন উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ