এমবাপ্পে জোড়া গোলে ফরাসি কাপের নক আউট পর্বে পিএসজি

প্রথম পাতা » খেলাধুলা » এমবাপ্পে জোড়া গোলে ফরাসি কাপের নক আউট পর্বে পিএসজি
রবিবার, ২১ জানুয়ারী ২০২৪



এমবাপ্পে জোড়া গোলে ফরাসি কাপের নক আউট পর্বে পিএসজি

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে তৃতীয় টায়ারের দল ওরলিন্সকে ৪-১ গোলে বিধ্বস্ত করে ফরাসি কাপের শেষ ষোল নিশ্চিত করেছে পিএসজি।
লো ফিনিশিংয়ে এমবাপ্পে দলের হয়ে প্রথম গোলটি করেন। এরপর হ্যান্ডবল থেকে প্রাপ্ত পেনাল্টিতে গোল করে দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুন করেন। ফ্রান্সের অধিনায়ক এমবাপ্পে এবারের মৌসুমে পিএসজির হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ২৬ ম্যাচে ২৮ গোল করলেন। নিজের দুই গোল করার পাশাপাশি ৭২ মিনিটে গনসালো রামোসকে দিয়ে তৃতীয় গোলটি করিয়েছেন। এমবাপ্পের ক্রসে রামোস হেডের সাহায্যে বল জালে জড়ান। অধিনায়ক নিকোলাস সেইন্ট-রাফ ম্যাচ শেষের চার মিনিট আগে ওরলিন্সের হয়ে সান্তনার এক গোল দিয়েছেন। ৮৮ মিনিটে ১৭ বছর বয়সী সেনি মায়ুলু আবারো এমবাপ্পের এ্যাসিস্টে পিএসজির ক্যারিয়ারে প্রথম গোল করেছেন।
ম্যাচ শেষে পিএসজি কোচ লুইস এনরিকে বলেছেন, ‘আমরা এর সাথে মানিয়ে নিয়েছি। এটাই কিলিয়ান এমবাপ্পের স্বাভাবিক পারফরমেন্স। এটা এমন একটি ম্যাচ ছিল যা হয়তো আমাদের জন্য কঠিন হয়ে উঠতে পারতো। লোয়ার ডিভিশনের একটি দল হিসেবে যেহেতু তারা আমাদের কাছে অপরিচিত, সে কারনে অনেক সময় আগে থেকে কিছাই আঁচ করা যায়না। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটি সহজ করে আমরা জিতেছি।’
এর আগে দিনের শুরুতে দ্বিতীয় টায়ারের ক্লাব রোডেজকে ৩-১ গোলে হারিয়েছে মোনাকো। মোনাকোর হয়ে হ্যাট্রিক করেছেন তারকা খেলোয়াড় উইসাম বেন ইয়েডার।
গতবারের রানার্স-আপ নঁতে ১-০ গোলে দ্বিতীয় বিভাগের ক্লাব লাভালের কাছে হেরে বিদায় নিয়েছে। ২০২২ সালে ফরাসি কাপের শিরোপা জিতেছিল নঁতে। গত বছর ফাইনালে তুলসের কাছে বিধ্বস্ত হয়ে তাদের হতাশ হতে হয়েছে। ৬০ মিনিটে মালিক টিচোকুন্টের হেডে লাভালের জয় নিশ্চিত হয়।
মরগান স্যানসনের জোড়া গোলে বর্দুকে ৩-২ গোলে পরাজিত করে শেষ ষোল নিশ্চিত করেছে নিস।

বাংলাদেশ সময়: ১৭:২১:৩২   ১০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের
ক্যারিবিয়ানে বাংলাদেশকেও তুলে ধরতে চায় রংপুর রাইডার্স
৪৩৯ রানের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো উইন্ডিজ
২-১ গোলের জয়ে বছর শেষ করল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ