জামালপুর প্রতিনিধি : দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ ১ দফা দাবিতে দলীয় কর্মসূচীর অংশ হিসেবে জামালপুরে সরিষাবাড়ীতে কালো পতাকা মিছিল করেছে উপজেলা বিএনপি।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলা বিএনপির ব্যানারে এ কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। কালো পতাকা মিছিলটি শহরের মহিলা কলেজ মোড় হতে বের হয়ে আরামনগর বাজার, জি.কে প্লাজা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ। পরে সমবেত নেতাকর্মীরা একটি পথ সভা করে।
পথসভায় জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আব্দুল আওয়াল।
এসময় তিনি বলেন, গত (৭ জানুয়ারি) আওয়ামী লীগ যে ভোটারবিহীন নির্বাচন করে সরকার গঠন করেছে তা বিএনপি ও এ দেশের জনগণ মেনে নেয়নি। এই অবৈধ সরকারকে বিশ্বের উন্নত কোন গণতান্ত্রিক দেশও মেনে নেয়নি এবং কোনদিন মেনে নেবে না। যতদিন পর্যন্ত আমরা আমাদের ভোটাধিকার ফিরে না পাবো, স্বাধীনভাবে চলতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী লেকু, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য খাইরুল ইসলাম শ্যামল, মামুনুর রশিদ কবির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা চপল, আব্দুল আলম সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২:৪৮:৪৯ ৮১ বার পঠিত