প্রবল বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। বৈরী এ আবহাওয়ায় গাছ উপড়ে পড়ে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, প্রচণ্ড ঝড় ও প্রবল বৃষ্টিতে বন্যা সৃষ্টি হয়েছে ক্যালিফোর্নিয়ায়। প্রদেশটির বিভিন্ন রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। গাছ উপড়ে বন্ধ হয়ে গেছে বিভিন্ন রাস্তা। এ ছাড়াও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিদ্যুতবিচ্ছিন্ন হয়ে রয়েছে হাজারো মানুষ।
ঝড় শুরু হওয়ার পর থেকে দমকলকর্মীরা ১৩০টিরও বেশি বন্যা সম্পর্কিত ঘটনায় সাড়া দিয়েছে এবং বেশ কয়েকটি উদ্ধারকাজ পরিচালনা করেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবারেও এ প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আটটি কাউন্টিতে জরুরি অবস্থাও ঘোষণা করেছেন গভর্নর। ঝড়ের মধ্যে গাছ পড়ে তিনজন মারা গেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। এর মধ্যে স্যাক্রামেন্টো উপত্যকায় এক ব্যক্তি গাছ চাপায় এবং সান্তা ক্রুজ কাউন্টিতে বাড়ির ওপর গাছ আছড়ে পড়ার পর অন্য আরও একজন মারা যান।
লস অ্যাঞ্জেলসের মেয়র কারেন বাস সোমবার বলেন, ‘নিরাপদে থাকুন এবং রাস্তা থেকে দূরে থাকুন, এটি এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি একেবারেই জোরালো কোনও প্রয়োজন হয় তবেই আপনারা বাড়ি ছেড়ে বাইরে যাবেন।’
এ ছাড়াও উত্তরের সান ফ্রান্সিসকোতেও ভূমিধস দেখা গেছে।
বাংলাদেশ সময়: ১৫:১০:৫০ ৬২ বার পঠিত