শামার জোসেফের অবিশ্বাস্য বোলিংয়ে দ্বিতীয় টেস্টে পাওয়া জয়টা বাদ দিলে অস্ট্রেলিয়া সফরে নাস্তানাবুদই হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই সহজ জয় পাওয়া অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডেতে রীতিমতো রেকর্ড জয় পেয়েছে। আগে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজকে ১০০ রানের নিচেই থামিয়ে ৭ ওভারেরও কম ব্যাটিং করে জয় পেয়ে গেছে স্টিভ স্মিথের দল। যা অস্ট্রেলিয়ার ইতিহাসে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়ের রেকর্ড।
ক্যানবেরায় মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেট ও ২৫৯ বল হাতে রেখে হারিয়েছে অস্ট্রেলিয়া। টস হেরে আগে ব্যাট করতে নেমে অজিদের বোলিং তোপে ২৪.১ ওভারে মাত্র ৮৬ রানে অলআউট হয়ে যায় ক্যারিবীয়রা। জাভিয়ের বার্টলেট ২১ রানে ৪ উইকেট শিকার করেন। জবাবে লিস্ট এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিক জ্যাক ফ্রেসার-ম্যাকগার্ক ও জস ইংলিশের ঝড়ো ব্যাটিংয়ে ৪১ বলেই এই রান তুলে ফেলে অস্ট্রেলিয়া। এটিই ওয়ানডে ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়নদের বলের হিসেবে বৃহত্তম জয়। এর আগে ২০০৪ সালে সাউদাম্পটনে যুক্তরাষ্ট্রের ৬৬ রান ২৫৩ বল হাতে রেখে জিতেছিল অস্ট্রেলিয়া।
এটি ছিল অস্ট্রেলিয়ার ১০০০তম ওয়ানডে ম্যাচ। টস জিতে ফিল্ডিং নিয়ে তৃতীয় ওভারেই উইকেটের দেখা পায় অজিরা। এক ম্যাচের বিশ্রাম কাটিয়ে ফেরা পেসার জাভিয়ের বার্টলেট কিওর্ন ওটলিকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন। সেখান থেকে ২৫ রানের জুটি গড়েন অ্যালিক অ্যাথানজে ও কিসি কার্টি। ১১তম ওভারে এই জুটি ভেঙে ক্যারিবীয়দের বড় ধাক্কা দেন মাতৃ দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা ল্যান্স মরিস। মরিসের বলে কার্টির দেওয়া ক্যাচ গোলরক্ষকের মতো দুর্দান্ত এক লাফে লুফে নেন লাবুশেন।
নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। আর ১৩ ওভারের মধ্যেই বাকি ৮ উইকেট হারায় তারা। ৭১ থেকে ৮৬ - ১৫ রানের মধ্যেই শেষ ৬ উইকেট হারায় ক্যারিবীয়রা। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন অ্যাথানজে।
২১ রানে ৪ উইকেট শিকার করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন জাভিয়ের বার্টলেট। মাত্র ২ ম্যাচে ৮ উইকেট শিকার করে সিরিজসেরাও তিনিই হয়েছেন। ছবি: ক্রিকইনফো
অস্ট্রেলিয়ার পক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা বার্টলেট ২১ রানে শিকার করেন ৪ উইকেট। ২টি করে উইকেট পেয়েছেন মরিস ও জাম্পা।
ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে ঝড় তোলেন দুই ওপেনার ফ্রেসার-ম্যাকগার্ক ও জস ইংলিশ। মাত্র ১৮ বলে ৪১ রান করেন ফ্রেসার-ম্যাকগার্ক। ১৬ বলে ৩৫ রান করেন ইংলিশও। তাদের বিস্ফোরক ব্যাটিংয়েই ক্যারিবীয়রা উড়ে গেছেন।
ঝড়টা বেশি গেছে ম্যাথু ফোর্ডের ওপর দিয়ে। তার করা চতুর্থ ওভারে ২৪ রান তোলে অস্ট্রেলিয়া। ৩ ছক্কা ও ১ চারে ২৩ রানই নেন ফ্রেসার-ম্যাকগার্ক। পরের ওভারে বল করতে আসা আলজেরি জোসেফকে আরও দুটি চার মেরে তৃতীয় বলটি উড়িয়ে মারতে গিয়েছিলেন তিনি। কিন্তু আউট হয়ে যান।
ফ্রেসার-ম্যাকগার্ক ফেরার কিছুক্ষণ পরেই ২ রান করে আউট হয়ে যান অ্যারন হার্ডি। তাতে অবশ্য জয় পেতে বেগ পেতে হয়নি অজিদের। ৩ বলে ৬ রান করা স্মিথকে নিয়ে শেষ কাজটুকু সারেন ইংলিশ। ওয়েস্ট ইন্ডিজের পুরো ইনিংসে কোনো ছক্কা নেই, চার মাত্র ৫টি। অন্যদিকে এই রান করতেই অজিরা ৪টি ছক্কা ও ১০টি চার মেরেছে। অর্থ্যাৎ অস্ট্রেলিয়া ৬৪ রানই তুলেছে বাউন্ডারি থেকে।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আলজেরি জোসেফ ও ওশানে থমাস একটি করে উইকেট শিকার করেন।
আগামী শুক্রবার দুই দলের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে।
বাংলাদেশ সময়: ১৫:৩৭:২০ ৬৮ বার পঠিত