গোপালগঞ্জে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন

প্রথম পাতা » গোপালগঞ্জ » গোপালগঞ্জে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন
বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪



গোপালগঞ্জে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন

গোপালগঞ্জে আজ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন করা হয়েছে।
জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র দিবসটি উদযাপন করে।
এ উপলক্ষে সকাপল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ।
গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো. হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রেশন কর্মকর্তা প্রকাশ কুমার বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুলতানা জাহিদ পারভীন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আনিসুজ্জামান, ওই কেন্দ্রের ডা. তানিয়া আক্তার, প্রবেশন অফিসার আল আমিন মোল্লা, বর্ণ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল আকাশং, মহিলাঙ্গন প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিৎ বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
বাক প্রতিবন্ধী রিপন বাংলা ইশারা ভাষায় বক্তব্য দেন। তিনি বাক প্রতিবন্ধীদের সমস্যা তুলে ধরেন। সমাধানের দাবি জানান। এছাড়া তাদের কর্মসংস্থান ও বাক প্রতিবন্ধীদের সংগঠনের জন্য স্থায়ী কার্যালয় করে দেওয়ার কথা উপস্থাপন করেন।
পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সংগীত ও আবৃত্তি পরিবেশন করে। সংস্কৃতিক অনুষ্ঠান শেষ অংশগ্রহণকারী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৩৮:৫৭   ১৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১২
গোপালগঞ্জে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত এক, আহত ১৫
গোপালগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ৫
গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা
গোপালগঞ্জে আহত সেনাসদস্যদের দেখতে যশোর সিএমএইচ এ সেনাবাহিনী প্রধান
শোকাবহ আগস্টের প্রথম দিন: টুঙ্গিপাড়ায় শোকার্ত মানুষের ঢল
গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় দুইভাই নিহত
জাতির পিতার সমাধিতে বাংলা একাডেমির নতুন মহাপরিচালকের শ্রদ্ধা
গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ