তেল-চিনির নতুন দাম নির্ধারণ হচ্ছে: বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » তেল-চিনির নতুন দাম নির্ধারণ হচ্ছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪



তেল-চিনির নতুন দাম নির্ধারণ হচ্ছে: বাণিজ্য প্রতিমন্ত্রী

আমদানি শুল্ক কমায় আগামী সপ্তাহের মধ্যে দেশের বাজারে ভোজ্যতেল ও চিনির নতুন দাম নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ কথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী।

উৎপাদক ও আমদানিকারকদের উদ্দেশ্যে তিনি বলেন, যেসব পণ্য ট্রানজিটে আছে, সেগুলো দ্রুত খালাস করে বাজারজাত করার আহ্বান জানাচ্ছি। যাতে করে শুল্ক সুবিধা সাধারণ ভোক্তা পর্যায়ে যেতে পারে।

তেল-চিনির মূল্য নির্ধারণ প্রসঙ্গে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন,

তেল এবং চিনির মূল্য আমাদের ট্যারিফ কমিশন নির্ধারণ করে দেয়। আমরা দ্রুততম সময়ের মধ্যে আমদানিকারক এবং উৎপাদকদের সঙ্গে বসে যৌক্তিক পর্যায়ে নতুন শুল্কের প্রভাব অনুযায়ী দাম নির্ধারণ করে দেব। রমজান উপলক্ষে সেই দামেই বাজারে বিক্রি হবে।

তিনি আরও বলেন, আমরা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে কথা বলব। একই সঙ্গে উৎপাদকরা কোন সময়ে পণ্য আনছেন, সেটি হিসাব করে আগামী সপ্তাহের মধ্যে বসে নতুন শুল্কের যে হিসাব, সে অনুযায়ী মূল্য নির্ধারণ করে দেব।

এর আগে আসন্ন রমজান উপলক্ষে খেজুর এবং পরিশোধিত ও অপরিশোধিত চিনিসহ চার পণ্যের ওপর বিদ্যমান শুল্ক ছাড় দিয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। বৃহস্পতিবার দুপুরে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, খেজুর, পরিশোধিত ও অপরিশোধিত চিনি, চাল এবং ভোজ্যতেলের আমাদনি শুল্ক কমানো হয়েছে।

এর মধ্যে খেজুরের আমদানি শুল্ক নির্ধারণ করা হয়েছে ১৫ শতাংশ। যা আগে ছিল ২৫ শতাংশ। চালের ওপর আরোপিত আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ৫ শতাংশ।

এছাড়া এত প্রতি টন অপরিশোধিত চিনি আমদানি করতে ৩ হাজার টাকা শুল্ক গুনতে হতো। যা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। আর পাম তেলের আমদানি পর্যায়ে থাকা ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৫:৩৭:১৮   ৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আজকের রাশিফল
না.গঞ্জকে আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে ইসলামী চিন্তাবিদদের অংশগ্রহণ দরকার: ডিসি
মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সার্ভিস, ট্রেনিং এবং রিসার্চকে গুরুত্ব দিতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বিবাহের মাধ্যমে মানুষ পাপাচার থেকে বেঁচে থাকতে পারে - ধর্ম উপদেষ্টা
‘সকলে নারীকে মানুষ হিসেবে চিনবে, জানবে ও সম্মান করবে’ : সংস্কার কমিশনে প্রত্যাশা
ঢাকায় ইইউভুক্ত দেশের জন্য ভিসা সেন্টার খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার
প্রধান উপদেষ্টার কাতার সফরে অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতার ওপর জোর দেওয়া হবে: প্রেস সচিব
সংবাদপত্রের গুণগত মানোন্নয়নে টাস্কফোর্স গঠন করবে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
দোহার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ