ইমোবিলের একমাত্র গোলে বায়ার্নকে পরাজিত করেছে ল্যাজিও

প্রথম পাতা » খেলাধুলা » ইমোবিলের একমাত্র গোলে বায়ার্নকে পরাজিত করেছে ল্যাজিও
বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪



ইমোবিলের একমাত্র গোলে বায়ার্নকে পরাজিত করেছে ল্যাজিও

সিরো ইমোবিলের একমাত্র গোলে বুধবার বায়ার্ন মিউনিখকে শেষ ষোলর প্রথম লেগে পরাজিত করে দীর্ঘ ২৪ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন টিকিয়ে রেখেছে ইতালিয়ান ক্লাব ল্য্যাজিও।
রোমের এস্তাদিও অলিম্পিকোতে অনুষ্ঠিত ম্যাচের ৬৯ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন ইতালিয়ান ফরোয়ার্ড ইমোবিল । এই পরাজয়ে বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের ওপর চাপ আরো বাড়লো। নিজেদের কারনেই সাম্প্রতিক সময়ে সবচেয়ে বাজে একটি মৌসুম শেষ করার দ্বারপ্রান্তে চলে এসেছে বায়ার্ন।
ফরাসি ডিফেন্ডার ডায়ট উপামেকানোর বিরুদ্ধে বাজেভাবে ট্যাকেলের কারনে গুস্তাভ ইসাকেন পেনাল্টি আদায় করে নেন। এই ফাউলে উপামেকানো লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে বাধ্য হয়েছেন। যে কারনে শেষ ২০ মিনিট বায়ার্নকে একজন কম নিয়েই প্রতিরোধ গড়তে হয়েছে।
সিরি-এ লিগে আগের ম্যাচে কালিয়ারির বিপক্ষে ল্যাজিওর ৩-১ গোলের জয়ের ম্যাচটিতে গোল করে ইমোবিল ইতালিয়ান ঘরোয়া আসরে ২০০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন। তার গোলেই গতকাল ইতিহাসের অন্যতম স্মরণীয় এক ম্যাচ জয় করে ল্যাজিও ইউরোপীয়ান সর্বোচ্চ ক্লাব আসরে এখন শেষ আটের স্বপ্নে বিভোর হয়ে উঠেছে।
ম্যাচ শেষে সিরো ইমোবিল বলেছেন, ‘আমরা এই ম্যাচটির জন্য কঠোর পরিশ্রম করেছি। আত্মবিশ^াস ছিল বায়ার্নকে কঠিন পরীক্ষায় ফেলতে পারবো। যদিও আজ আমরা মাত্র ১০ শতাংশ সুযোগ পেয়েছি, কিন্তু খেলোয়াড়রা নিজেদের শতভাগ দেবার চেষ্টা করেছে। আমরা ঘরের মাঠের সমর্থকদের একটি ভাল রাত উপহার দিতে চেয়েছিলাম। আমি মনে করি এই লক্ষ্য পূরণে আমরা সফল হয়েছি।’
সর্বশেষ ২০০০ সালে সর্বশেষ কোয়ার্টার ফাইনালে খেলেছিল ল্যাজিও। কিন্তু শেষ আটে ভ্যালেন্সিয়ার কাছে পরাজিত হয়ে তাদের বিদায় নিতে হয়। যদিও আগামী মাসে বেভারিয়ান্সদের বিদায় করতে হলে এখনো ল্যাজিওকে কঠিন পথই পাড়ি দিতে হবে।
কাল অবশ্য বায়ার্নের হতাশাজনক পারফরমেন্সে সেই ধার মোটেই দেখা যায়নি। একটি শটও তারা টার্গেটে নিতে পারেনি। কোচ থমাস টাচেলও দলকে পুনরুজ্জীবিত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বুন্দেসলিগা টেবিলের শীর্ষে থাকা বায়ার লেভারকুজেনের কাছে আগের ম্যাচে ৩-০ গোলে বিধ্বস্ত হয়ে জার্মান শিরোপা লড়াইয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে পড়েছে বায়ার্ন। তারপর টাচেল বলেছেন দলের ভবিষ্যত নিয়ে তিনি মোটেই চিন্তিত নন। এবারের মৌসুমে এই চ্যাম্পিয়ন্স লিগই হয়তো একমাত্র ভরসা হিসেবে বায়ার্নের সামনে টিকে রয়েছে। কিন্তু ইমোবিল সেই স্বপ্নেও গুরুতর শঙ্কা তৈরী করেছেন।
টাচেল বলেন, ‘প্রথমার্ধে আমরা ভাল খেলেছি। ভাল দল হিসেবেই আমরা মাঠে ছিলাম। মোট কথা ম্যাচের পুরো আধিপত্য আমাদের কাছেই ছিল। গোলের ভাল সুযোগও তৈরী করেছি। কিন্তু হঠাৎ করে ছন্দপতন হয়। দ্বিতীয়ার্ধে যে কারনে গোল হজম করতে হয়েছে। এর কারন আমার জানা নেই। এই পারফরমেন্সে আমাদের পরাজয় সময়ের ব্যপার ছিল।’
তারকা স্ট্রাইকার হ্যারি কেন স্বীকার করেছেন বায়ার্ন সত্যিকার অর্থেই একটি কঠিন সপ্তাহ পার করেছে, ‘আমরা একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের অবশ্যই লড়াই চালিয়ে যেতে হবে। আশা করছি এর থেকে ঘুড়ে দাঁড়াতে পারবো। আমাদের সামনে এখনো বড় কিছু ম্যাচ বাকি আছে। বায়ার্ন কখনো ছেড়ে কথা বলে না, শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যায়। আমাদের এখন শুধুমাত্র একটি ভাল ম্যাচ প্রয়োজন, যাতে করে পুরো দল আত্মবিশ^াস ফিরে পায়।’
কালকের ম্যাচে প্রায় বেশীরভাগ সময়ই বায়ার্ন নিজেদের এগিয়ে রেখেছিল। যদিও সুস্পষ্ট কোন সুযোগ তারা তৈরী করতে পারেনি। জামাল মুসিয়ালার শট বারের উপর দিয়ে চলে গেলে এগিয়ে যাওয়া হয়নি সফরকারীদের। পোস্টের খুব কাছে থেকে কেন গোল করতে ব্যর্থ হন। ৩২ মিনিটে লেরয় সানের শক্তিশালী ফ্রি-কিকও অল্পের জন্য বাইরে চলে যায়।
বিরতির পরপরই গুস্তাভ ইসাকেনকে রুখে দিয়ে ম্যানুয়েল নয়্যান বায়ার্নকে রক্ষা করেছেন। ধীরে ধীরে বলের পজিশন হারানো বায়ার্নের উপর হঠাৎ করেই চেপে বসে ল্যাজিও। তারই ধারাবাহিকতায় ইসাকেনের আদায় করা পেনাল্টি থেকে ইমোবিলে কোন ভুল করেননি। মৌসুমে এটি তার ২০তম গোল।
এক গোলে পিছিয়ে পড়ে এমনিতেই বায়ার্ন আগোছালো হয়ে গিয়েছিল। তার উপর একজন কম নিয়ে আর সেই গোল পরিশোধ করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৫:৫১:২১   ৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


৩৮০ দিন পর ইউনাইটেডের জয়, টটেনহ্যামকে হারাল গ্যালাতাসারে
পাকিস্তানের কাছে বিধ্বস্ত হলো অস্ট্রেলিয়া
পেনাল্টিতে দুঃস্বপ্ন ভাঙলো আর্সেনাল-ভিলার, জয় নিয়ে ফিরলো বায়ার্ন
প্রথম ওয়ানডেতে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ
এক বছর পর মাঠে ফেরা নেইমারের নতুন ইনজুরি
৪২ দিন পর আবারও ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন উত্তর কোরিয়া
এগিয়ে গিয়েও চার গোল হজম করে হারল মার্টিনেজের দল
কোহলি-রোহিতদের জন্য শেষ সুযোগ হতে পারে অস্ট্রেলিয়া সিরিজ
ম্যানসিটির হারের রাতে শীর্ষে উঠল লিভারপুল
১৮ রানের জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ