দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে : বিমানমন্ত্রী

প্রথম পাতা » গোপালগঞ্জ » দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে : বিমানমন্ত্রী
শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪



দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে : বিমানমন্ত্রী

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান বলেছেন, আমরা শান্তিতে বিশ্বাস করি, কারণ একমাত্র শান্তিতেই উন্নয়ন সম্ভব।

আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা পরিষদ ফারুক খান মিলনায়তনে মুকসুদপুর পৌর আওয়ামী লীগের মতনিমিয়সভা ও ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ ফারুক খান বলেন, নির্বাচনোত্তর শান্তি সমাবেশ শেষে আমাদের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল ও সহসভাপতি সিরাজসহ আমাদের নেতাদের ওপর হামলা করা হয়। আমরা এই সন্ত্রাসী জনপদ চাই না।
যারা এ ধরনের লজ্জাজনক কর্মকাণ্ড করেছে, তারা নিজেরা লজ্জিত হবে। মারামারি করে জঘন্যতম কাজ করেছে। আমাদের সমাজে বসবাস করার মতো যোগ্য তারা নয়। তারা শান্তি চায় না।
তারা অশান্তি চায়। এই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আপনাদের সোচ্চার হতে হবে।

মতবিনিময়সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য কানতারা খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার, মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শ্যামল কান্তি বোস, হুজ্জাত হোসেন লিটু মিয়া, সিরাজুল ইসলাম মিয়া, যুগ্ম সম্পাদক মহিউদ্দীন আহম্মেদ মুক্তু মুন্সী, সাব্বির খান, উপজেলা মহিলা লীগের সভাপতি তাপসি বিশ্বাস দুর্গা, পৌর আওয়ামী লীগ নেতা নাইমুল হাকিম জুম্মান, শাহিনুজ্জামান মিয়া প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন মুন্সী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগ সম্পাদক লুৎফর রহমান মোল্যা।

মতবিনিয়সভা শেষে ৩৩ জন সুবিধাভোগীর মাঝে ১০ হাজার ও পাঁচ হাজার করে মোট এক লাখ ৭৫ হাজার টাকার মুহাম্মদ ফারুক খান এমপির ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:১৬:৪৯   ৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা
গোপালগঞ্জে আহত সেনাসদস্যদের দেখতে যশোর সিএমএইচ এ সেনাবাহিনী প্রধান
শোকাবহ আগস্টের প্রথম দিন: টুঙ্গিপাড়ায় শোকার্ত মানুষের ঢল
গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় দুইভাই নিহত
জাতির পিতার সমাধিতে বাংলা একাডেমির নতুন মহাপরিচালকের শ্রদ্ধা
গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু
গোপালগঞ্জে ২৩ আনসার ব্যাটালিয়নের উদ্যোগে ১০০ বৃক্ষের চারা বৃক্ষরোপণ
গোপালগঞ্জে ৩৮০ কোটি টাকার পাট উৎপাদনের আশা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্কাউটে উদ্বুদ্ধ করতে ছাত্রীদের জন্য হলদে পাখির পোশাক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ