লিভারপুলের জয়ে গোল পেয়েছেন সালাহ, চেলসির সাথে পয়েন্ট হারালো সিটি

প্রথম পাতা » খেলাধুলা » লিভারপুলের জয়ে গোল পেয়েছেন সালাহ, চেলসির সাথে পয়েন্ট হারালো সিটি
রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪



লিভারপুলের জয়ে গোল পেয়েছেন সালাহ, চেলসির সাথে পয়েন্ট হারালো সিটি

অনেক দিন পর ঘরের মাঠে হারের শঙ্কায় পেয়ে বসেছিল ম্যানচেস্টার সিটিকে। তবে শনিবার রদ্রির শেষ মুহূর্তের গোল বাঁচিয়েছে পেপ গার্দিওলার দলকে। ঘরের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সিটি। সিটি পয়েন্ট হারানোয় লাভ হয়েছে শিরোপা দৌড়ে দলটির দুই প্রতিদ্বন্দ্বী লিভারপুল ও আর্সেনালের।

শনিবারই নিজেদের ম্যাচে জয় পাওয়া দল দুটি আপাতত পয়েন্ট তালিকায় সিটির ওপরে আছে। ব্রেন্টফোর্ডের মাঠে ৪-১ গোলে জয় পাওয়া লিভারপুল ২৫ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে। বার্নলিকে ৫-০ গোলে হারানো আর্সেনালের পয়েন্ট সমান ম্যাচে ৫৫। এক ম্যাচ কম খেলা সিটির পয়েন্ট ৫৩।

প্রথমার্ধের ৪২ মিনিটে এগিয়ে গিয়েছিল চেলসি। গোলদাতা সিটির সাবেক তারকা রাহিম স্টার্লিং। ডান প্রান্ত দিয়ে সিটির বক্সে ঢুকে কাইল ওয়াকারের বাধা পেরিয়ে গোল পেয়ে যান স্টার্লিং। এরপর মনে হচ্ছিল সিটি সম্ভবত ঘরের মাঠে ৩৪ ম্যাচের মধ্যে প্রথম হারের স্বাদ পেতে যাচ্ছে। কিন্তু ৮৩ মিনিটে রদ্রির গোল বাঁচিয়ে দেয়

সিটি ম্যাচটি খেলতে নেমেছিল সব প্রতিযোগিতায় টানা ১১ জয় নিয়ে। সেই সিটি প্রথমার্ধের শুরুতে স্ট্রাইকার আর্লিং হলান্ডের ব্যর্থতায় এগিয়ে যাওয়ার সুযোগ হারায়। খুব কাছ থেকে হেডে গোল করতে ব্যর্থ হন নরওয়েজীয় স্ট্রাইকার। স্টার্লিংয়ের গোলের আগে এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করে চেলসিও। নিকোলাস জ্যাকসন সিটি গোলরক্ষক এদেরসনকে একা পেয়েও পাননি গোলের দেখা।

সিটির মাঠে পাওয়া ১ পয়েন্ট নিয়েও চেলসি পড়ে আছে পয়েন্ট তালিকার দশে। ২৫ ম্যাচে ৩৫ পয়েন্ট দলটির।

বাংলাদেশ সময়: ১৫:৩৩:০০   ৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের
ক্যারিবিয়ানে বাংলাদেশকেও তুলে ধরতে চায় রংপুর রাইডার্স
৪৩৯ রানের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো উইন্ডিজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ