‘শক্তিমান’ হয়ে আসছেন রণবীর সিং

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘শক্তিমান’ হয়ে আসছেন রণবীর সিং
শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪



‘শক্তিমান’ হয়ে আসছেন রণবীর সিং

নব্বই দশকের বিখ্যাত সিরিয়াল ছিল ‘শক্তিমান’। এটি ভারতের নিজস্ব সুপারহিরোর একটি চরিত্র। সম্প্রতি এ চরিত্রকে সিনেমার পর্দায় আনতে চলেছেন পরিচালক বেসিল জোসেফ। আর এতে নাম ভূমিকায় অভিনয় করবেন বলিউড অভিনেতা রণবীর সিং।

বিদেশি চলচ্চিত্র বা সিরিয়াল যারা দেখেন তাদের কাছে নিশ্চয়ই ‘সুপারম্যান’ চরিত্র অজানা নয়। এটি এমন এক চরিত্র যিনি কিনা ভিনগ্রহ থেকে আসেন এবং পৃথিবীর একটি পরিবারে বেড়ে ওঠেন। তবে ভিনগ্রহী হওয়ায় সুপারম্যান অনেক বিস্ময়কর শক্তির অধিকারী ছিলেন। মুহূর্তেই এক মহাদেশ থেকে আরেক মহাদেশে উড়ে চলে যেতে পারতেন। হাতে তুল নিয়ে উঁচু করতে পারেন পাহাড় সমান ওজন।

শক্তিমান চরিত্রটিও এমনই এক সুপারশক্তির চরিত্র। ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত ভারতীয় টিভি চ্যানেলে দেখা যেত এই সুপারহিরোর ধারাবাহিক। এ ধারাবাহিক এতই জনপ্রিয় হয়ে ওঠে যে ওই সময় ভারত থেকে এটি আমদানি করা হয়েছিল বাংলাদেশি দর্শকদের জন্য। বিটিভিতে এ ধারাবাহিক প্রচার হওয়ার সঙ্গে সঙ্গেই দর্শকপ্রিয়তা পায় ‘শক্তিমান’ নামের ভারতীয় সিরিয়ালটি।

সম্প্রতি এ টিভি সিরিয়ালটির জনপ্রিয় চরিত্রটি নিয়ে রূপালি পর্দায় কাজ করতে চাইছেন প্রযোজনা সংস্থা সোনি পিকচার্স এবং প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালা। এরই মধ্যে এ চরিত্রের জন্য পছন্দ করা হয়েছে রণবীর সিংকে।

ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলার একটি প্রতিবেদন অনুযায়ী, এই মুহূর্তে ডন থ্রি ও সিংঘাম এগেইন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন রণবীর। তাই এ সময়ের মধ্যে সিনেমার স্ক্রিপ্টের ফিনিশিং কাজ শেষ করার প্ল্যান রয়েছে সিনেমা সংশ্লিষ্টদের। গত তিন বছর ধরে স্ক্রিপ্ট তৈরি করছেন তারা।

জানা গেছে, ২০২৫ সালের মে মাস থেকে শুরু হবে এ সিনেমার শুটিং। সবকিছু প্ল্যান মতো এগোলে আগামী ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ভারতের নিজস্ব সুপারহিরোর সিনেমা ‘শক্তিমান’।

বাংলাদেশ সময়: ১৭:১৮:৪৪   ৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
পররাষ্ট্র সচিবের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রোজায় বাজার সহনশীল রাখার চেষ্টা করা হবে: বাণিজ্য উপদেষ্টা
দেশের যুবকদের কর্মসংস্থানে কাজ করতে চায় বিশ্বব্যাংক
সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
রাজু ভাস্কর্যে ঢামেক শিক্ষার্থীদের উপস্থিতি প্রেরণা জোগায়: আসিফ মাহমুদ
বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে: জোনায়েদ সাকি
আওয়ামী লীগ নেতাকর্মীদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন, জানালেন ফখরুল
৩ মাসে জ্বালানি খাতে ৩৭০ কোটি টাকা সাশ্রয়: জ্বালানি উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ