স্মার্ট পরিসংখ্যান উন্নয়নের সোপান- এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর আয়োজনে চতুর্থবারের মতো দেশব্যাপী পালিত হচ্ছে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৪। ২০২১ সালে দেশে প্রথমবারের মতো জাতীয় পরিসংখ্যান দিবস পালন করা হয়। এবার দিবসটি পালন উপলক্ষে বিবিএসের প্রধান কার্যালয়ে রথ্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।
বিবিএসের তথ্যানুযায়ী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের সুসংগঠিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন অগ্রগতি পরিবীক্ষণে গুণগত পরিসংখ্যানের গুরুত্ব উপলব্ধি করে চারটি পৃথক পরিসংখ্যান সংস্থাকে একীভূত করে ১৯৭৪ সালে বিবিএস প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে বিবিএস-সহ জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার সমন্বয় ও প্রশাসনিক সহায়তা প্রদানের জন্য ১৯৭৫ সালে পরিসংখ্যান বিভাগ প্রতিষ্ঠা করা হয়। জাতীয় পরিসংখ্যান ব্যবস্থাকে একটি সুসংহত আইনগত ভিত্তির ওপর দাঁড় করাতে বর্তমান সরকার ‘পরিসংখ্যান আইন-২০১৩’ এবং পরিসংখ্যান ব্যবস্থার সমন্বিত উন্নয়নের জন্য ‘জাতীয় পরিসংখ্যান উন্নয়ন কৌশলপত্র-২০১৩-২০২৩’ প্রণয়ন করেছে।
রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন তার বাণীতে বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়নে কার্যকর পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও লক্ষ্যমাত্রা অর্জনে বিবিএসের বস্তুনিষ্ঠ ও সময়োচিত তথ্য-উপাত্ত সরকারের সার্বিক কার্যক্রমকে আরো গতিশীল করবে। তিনি বলেন, বাংলাদেশ টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০-এর জন্য বিভিন্ন সূচক পরিমাপ, সরকারের ‘রূপকল্প ২০৪১’, পঞ্চবার্ষিক পরিকল্পনা, ২০৩১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশে রূপান্তর, সামাজিক ও অর্থনৈতিক জরিপ ও শুমারি পরিচালনাসহ দারিদ্র্য নিরসনের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সরবরাহের গুরুত্ব অপরিসীম।
রাষ্ট্রপতি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে নীতি নির্ধারণ, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ, বাস্তবায়ন ও মূল্যায়নে সময়োপযোগী ও নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত সরবররাহ করে আসছে। আমি মনে করি, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে তথ্য সংগ্রহ, সঙ্কলন ও প্রকাশের মাধ্যমে বিবিএস ‘স্মার্ট বাংলাদেশ ও সমৃদ্ধ সোনার বাংলা’ গঠনে সরকারের প্রচেষ্টাকে ত্বরান্বিত করতে পারে। তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন ‘পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ’ ও ‘বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর যৌথ উদ্যোগে ‘জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৪’ উদযাপনের উদ্যোগকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশে রূপান্তর এবং ২১০০ সালের মধ্যে ‘ডেল্টাপ্ল্যান’ বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তিনি বলেন, আর্থসামাজিক সূচকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার পাশাপাশি অনেক উন্নত দেশের চেয়ে এগিয়ে। আমি মনে করি, উন্নত পরিসংখ্যান ব্যবস্থার সমন্বয়ে একটি ‘সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ’ গড়তে আমাদের সরকারের দৃঢ়প্রত্যয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে পরিসংখ্যান দিবস পালন এক অনন্য সুযোগ সৃষ্টি করেছে। তিনি বলেন, আমরা সময়ানুগ ও মানসম্পন্ন পরিসংখ্যান ব্যবস্থার মাধ্যমে কার্যকর পরিকল্পনা ও উন্নয়ন কৌশল গ্রহণ করে ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণ করে বিশ্বদরবারে একটি স্মার্ট দেশ হিসেবে বাংলাদেশকে তুলে ধরতে সক্ষম হবো, ইনশাআল্লাহ।
বাংলাদেশ সময়: ১২:২২:৩৫ ৯৯ বার পঠিত