সোনারগাঁয়ে ২ ইউপি সদস্যসহ ৭ জনকে পিটিয়ে জখমের অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে ২ ইউপি সদস্যসহ ৭ জনকে পিটিয়ে জখমের অভিযোগ
বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪



সোনারগাঁয়ে ২ ইউপি সদস্যসহ ৭ জনকে পিটিয়ে জখমের অভিযোগ

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে দুই ইউপি সদস্যসহ ৭ জনকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বৈদ্যোরবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ইউপি সদস্য দেলোয়ার হোসেন বাবুু, মো. মামুন, আবুল ইউসুফ, শামীম, মুক্তার, ইব্রাহিম, হানিফা।

অভিযোগ সুত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে স্থানীয় আমিনুল ইসলামের সাথে একই এলাকার স্থানীয় ২ নং ওয়ার্ড মেম্বার মামুনের সাথে পূর্ব বিরোধ চলে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা হঠাৎ গত বুধবার সন্ধ্যার দিকে মামুন মেম্বার ও বাবু মেম্বার বাড়ি ফেরার পথে হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় পৌঁছালে স্থানীয় ইউপি চেয়ারম্যান আল আমিন সরকারের নির্দেশে সন্ত্রাসী আমিনুল, তার ছেলে সিফাত তার ভাই জামান, তাইজুল, হুমায়ুন, সোহাগ সহ ৮/১০জনের একটি সংঘবদ্ধ দল নিয়ে ইউপি সদস্য মামুন,বাবুর পথ রুদ্ধ করে চাইনিজ কুড়াল, ছেনা, সুইস গিয়ার, লোহার রড ও জিআই পাইপ দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পেটাতে থাকে। এসময় মামুন এর ডাক চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। মামুনকে বাঁচাতে তার চাচাতো ভাই মুক্তার, হানিফা অন্যন্যারা এগিয়ে আসলে তাদেরও মারধর করে। এরপর তাদেরকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢামেক হাসপাতালে প্রেরণ করেন।

এই ঘটনায় মামুন মেম্বার এর ছোট ভাই সুমন বাদী হয়ে ১৪ নাম উল্লেখ করে ৮/১০ জনকে আসামি করে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩:১৩:৫৬   ১৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফ্যাসিবাদের সময় প্রধান উপদেষ্টাও নির্যাতিত হয়েছিলেন : আযম খান
নোয়াখালীতে চলন্ত সিএনজির সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৬
পরাজিত শক্তি নিউইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে: রিজভী
তরতাজা তরুণদের হত্যার বিচার হতেই হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা
ফ্যাসিস্ট হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে : অ্যাটর্নি জেনারেল
কূটনৈতিক টিম নিয়ে রাশিয়ান রাষ্ট্রদূতের সুন্দরবন পরিদর্শন
আগামী ১৪ মে কালুরঘাটে রেল ও সড়ক সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন : ফারুক ই আজম
বিমসটেক সম্মেলনে যোগ দিতে আগামীকাল ব্যাংকক যাবেন প্রধান উপদেষ্টা
ইমামকে রাজকীয় বিদায়, পেনশন পেলেন ৯ লাখ টাকা
শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়, ফাইনালে রিয়াল মাদ্রিদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ