সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে অনাস্থা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে অনাস্থা
শনিবার, ৯ মার্চ ২০২৪



সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে অনাস্থা

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি গোলজার হোসেন ও সাধারণ সম্পাদক রবিউল ইসলামকে সাংগঠনিক নীতিমালা ভঙ্গের দায়ে ক্লাবের সকল সদস্যরা অনাস্থা দিয়েছে।

শনিবার (৯ মার্চ) দুপুরে রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিবেদক শফিকুল ভূঁইয়ার প্রস্তাবনায় এবং এক তৃতীয়াংশ সদস্যের সমর্থন ও সাক্ষরে এ অনাস্থা দেয়া হয়।

অনাস্থা দেওয়ার বিষয়ে রিপোর্টার ক্লাবের যুগ্ম সম্পাদক আনিছুর রহমান (আনিছ) বলেন, সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক “সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন না করে শুধুমাত্র ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিল।

এছাড়াও কোন প্রকার রেজুলেশন ছাড়া একক সভাপতির ব্যক্তিগত সিদ্ধান্ত সংগঠনের অর্থ উন্নয়ন কাজের নামে আত্মসাৎ করে আসছিল এবং সংগঠনের আয় ব্যয় সহ সকল হিসাব নিকাশ প্রকাশে অনিচ্ছা পোষন করা এবং কোন প্রকার রেজুলেশন ছাড়া সংগঠনে সদস্য ভর্তি করা ও রেজুলেশন ছাড়া সদস্য বাদ দেয়া এবং সংগঠনের সার্বিক উন্নয়নের কাজে বাধা প্রদান করা সহ রেজুলেশন বিহীন সংগঠনের ব্যানারে বহিরাগতদের নিয়ে বনভোজনের যাওয়া এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদা তোলার অভিযোগ পাওয়ায় তাদের দুইজনকে সংগঠন হতে অনাস্থা দেয়া হয়েছে বলে জানান তিনি।

এছাড়াও তিনি আরো বলেন, অনাস্থা দেওয়া পর ৩ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এই আহ্বায়ক কমিটি আগামী ৯০ কার্য দিবসের মধ্যে সরিষাবাড়ী রিপোর্ট ক্লাবের নতুন কমিটি গঠন করে দিবে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার আগ পর্যন্ত সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

আহবায়ক কমিটির সদস্যরা হলেন, দৈনিক সন্ধ্যাবাণী পত্রিকার প্রতিনিধি মোঃ সুলতান মাহমুদ, দৈনিক খবর পত্রিকার প্রতিনিধি মোঃ আনিসুর রহমান, দৈনিক আলোর জগৎ পত্রিকার প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৮:৪৮:০৯   ৫২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফ্যাসিবাদের সময় প্রধান উপদেষ্টাও নির্যাতিত হয়েছিলেন : আযম খান
নোয়াখালীতে চলন্ত সিএনজির সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৬
পরাজিত শক্তি নিউইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে: রিজভী
তরতাজা তরুণদের হত্যার বিচার হতেই হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা
ফ্যাসিস্ট হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে : অ্যাটর্নি জেনারেল
কূটনৈতিক টিম নিয়ে রাশিয়ান রাষ্ট্রদূতের সুন্দরবন পরিদর্শন
আগামী ১৪ মে কালুরঘাটে রেল ও সড়ক সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন : ফারুক ই আজম
বিমসটেক সম্মেলনে যোগ দিতে আগামীকাল ব্যাংকক যাবেন প্রধান উপদেষ্টা
ইমামকে রাজকীয় বিদায়, পেনশন পেলেন ৯ লাখ টাকা
শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়, ফাইনালে রিয়াল মাদ্রিদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ