ঢাকেশ্বরীর জায়গা দখলমুক্ত করতে হবে: কুজেন্দ্র লাল

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকেশ্বরীর জায়গা দখলমুক্ত করতে হবে: কুজেন্দ্র লাল
শনিবার, ১৬ মার্চ ২০২৪



ঢাকেশ্বরীর জায়গা দখলমুক্ত করতে হবে: কুজেন্দ্র লাল

ঢাকেশ্বরী মন্দিরের জায়গা দখলমুক্ত করার দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা।

শনিবার (১৬ মার্চ) ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উlদ্‌যাপন কমিটির দ্বি-বার্ষিকী সম্মেলনের এ কথা বলেন তিনি।

কুজেন্দ্র লাল বলেন, ‘আমি বিশ্বাস করতে চাই বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। মাঝখানে আমরা একটা হোঁচট খেয়েছিলাম ২১ বছরের। কিন্তু শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আবারও উঠে দাঁড়িয়েছে এবং অসাম্প্রদায়িক চেতনা নিয়ে এগিয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ঢাকেশ্বরী মন্দিরের কিছু জায়গা বেদখল হয়ে আছে, সেটি যে কোনো উপায়েই দখলমুক্ত করতে হবে। এমন তো না ঢাকেশ্বরীর দখলকৃত জায়গা তাদের দিয়ে দিলে দেশে জায়গার সংকট হবে?

দেশসেবায় সনাতন যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশ প্রেমে উদ্বুদ্ধ হতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যুব সমাজকে সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে।

সম্মেলন উদ্বোধন করেন ঢাকার ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি জে এল ভোমিকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।

সম্মেলনটি সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার।

বাংলাদেশ সময়: ১২:৪৪:৫৬   ১০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নাটোরে আওয়ামী লীগ কর্মীকে পেটানোর ভিডিও ভাইরাল
পাকিস্তানে বড় বিক্ষোভের প্রস্তুতি ইমরান খানের দলের, ঠেকাতে তোড়জোড় সরকারের
রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৮
পারমাণবিক যুদ্ধের সতর্কবার্তা কিমের
রাস্তার চার ভাগের তিন ভাগই দখলে, কোনো প্রকল্পেই মিলছে না সুফল!
অন্যায়ভাবে হত্যা করার ভয়াবহতা
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
কুয়াকাটায় প্লাস্টিক দূষনের ভয়াবহতা চরমে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ