প্রধানমন্ত্রীর জাদুকরী নেতৃত্বে বিভিন্ন সংকট অতিক্রম করেছি: পলক

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধানমন্ত্রীর জাদুকরী নেতৃত্বে বিভিন্ন সংকট অতিক্রম করেছি: পলক
শনিবার, ১৬ মার্চ ২০২৪



প্রধানমন্ত্রীর জাদুকরী নেতৃত্বে বিভিন্ন সংকট অতিক্রম করেছি: পলক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে আমরা দেশের বিভিন্ন সংকট অতিক্রম করেছি। আগামীতেও তার জাদুকরী নেতৃত্বে দেশের আর্থিক সংকট অতিক্রম করবো।

শনিবার নাটোরের সিংড়া উপজেলা সরকারি খাদ্য গোডাউন চত্বরে মাহে রমজান উপলক্ষে সৌদি আরবের বাদশাহর পক্ষ থেকে প্রাপ্ত উপহার সামগ্রী বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী এরই মধ্যে প্রয়োজনীয় কিছু দিক নির্দেশনা দিয়েছেন। ইফতার মাহফিলের মতো ব্যয়বহুল আনুষ্ঠানিকতা পরিহার করতে বলেছেন তিনি। পাশাপাশি আওয়ামী লীগের নেতা-কর্মীদেরও রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়াতে নির্দেশনা দিয়েছেন।

প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষের কল্যাণে কাজ করেন। তিনি সারাদেশে এক কোটি ৩০ লাখ পরিবারকে টিসিবির স্মার্ট কার্ড প্রদান করে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ন্যায্যমূল্যে সরবরাহ করে যাচ্ছেন। আমৃত্যু আমরা অসহায় মানুষের জন্যে কাজ করে যাবো।

এ সময় উপজেলার ৫০০ অসহায় পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল, সাত কেজি মসুরের ডাল, তিন লিটার সয়াবিন তেল, তিন কেজি চিনি এবং দুই কেজি লবণসহ উপহার সামগ্রী বিতরণ করেন তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার রোজী, সিংড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ডালিম আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:১৯:৫৭   ১০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিশ্ব স্বাস্থ্য দিবস আজ
বিক্ষোভে উত্তাল ভারত, বিজেপি নেতার বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন
নতুন উদ্যোক্তাদের মূলধন সহায়তার জন্য ৮০০-৯০০ কোটি টাকার তহবিল গঠন: গভর্নর
যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক এমপি আফজাল ৭ দিনের রিমান্ডে
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
প্রয়াত আলী আহাম্মদ চুনকার বড় ছেলে আলী রেজা রিপনের ইন্তেকাল
দেশি-বিদেশি পর্যটকদের কাছে পার্বত্য চট্টগ্রাম এখন মূল আকর্ষণ : সুপ্রদীপ চাকমা
জামালপুরে মসজিদ নিয়ে কোন্দলে লাশ দাফনে বাধা, আতঙ্কে সমাজবাসী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ