ম্যানসিটি-আর্সেনালের ড্রয়ে জিতল লিভারপুল

প্রথম পাতা » খেলাধুলা » ম্যানসিটি-আর্সেনালের ড্রয়ে জিতল লিভারপুল
সোমবার, ১ এপ্রিল ২০২৪



ম্যানসিটি-আর্সেনালের ড্রয়ে জিতল লিভারপুল

যে দল জিতবে, তারাই এগিয়ে যাবে শিরোপার দৌড়ে- ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের ম্যাচের সমীকরণ ছিল এমনই। তবে রোববার ইতিহাদে অনুষ্ঠিত ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচটিতে জয় পায়নি কেউ। হয়েছে গোলশূন্য ড্র। পয়েন্ট ভাগাভাগির খেলায় আর্সেনাল হারায় টেবিলের শীর্ষস্থান। উন্নতি হয়নি তিনে থাকা সিটির।

ঘরের মাঠে ম্যাচের ৭৩ শতাংশ বল দখলে রেখে ১২টি শটের ১টি লক্ষ্যে রাখে ম্যানচেস্টার সিটি। ২৭ শতাংশ বল দখলে রাখা আর্সেনাল ৬টি শটের ২টি লক্ষ্যে রাখে। আক্রমণ ও পাল্টা-আক্রমণে দুই দল বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও জালের দেখা পায়নি। ১ পয়েন্ট করে ভাগ নেয়া আর্সেনাল ও ম্যান সিটি যথাক্রমে ৬৫ ও ৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং তৃতীয়। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৬৭। ম্যাচ শেষে সেরা তিনের অবস্থান অনুসারেই লীগ শিরোপার ফেভারিট নির্বাচন করেন সিটি কোচ পেপ গার্দিওলা তিনি বলেন, ‘অবশ্যই যারা শীর্ষে (লিভারপুল) আছে, তারাই শিরোপার দাবিদার। দ্বিতীয় ফেভারিট আর্সেনাল। আর আমরা তৃতীয় দাবিদার।’

লিভারপুল, আর্সেনাল, ম্যান সিটি- তিন দলই চলতি মৌসুমে ২৯টি করে ম্যাচ খেলে ফেলেছে। মৌসুমে তিন দলের বাকি ৯টি করে ম্যাচ। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ৩ পয়েন্টে পিছিয়ে থাকা সিটি কি ব্যবধান কমাতে পারবে বাকি ম্যাচগুলো? গার্দিওলা বলেন, ‘ভবিষ্যৎ আমাদের হাতে নেই। আমরা যা করতে পারি তা হলো, অ্যাস্টন ভিলা ম্যাচে মনোযোগ দেয়া।’ আগামীকাল রাতে লীগে নিজেদের ৩০তম ম্যাচে অ্যাস্টন ভিলাকে আতিথ্য দেবে ম্যান সিটি।

ম্যাচ শেষে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বলেন, ‘আমরা উন্নতি করছি। প্রতিযোগিতায় ভালো করছি। আমরা বুঝতে শুরু করেছি, এই পর্যায়ের ম্যাচগুলোয় কীভাবে লড়াই করতে হয়। আজকে (রোববার) আমরা শুধু ড্র-ই করতে পারতাম। আর তাই করেছি আমরা। ম্যাচ জিততে আমাদের আরো উন্নতি করতে হবে।’

বাংলাদেশ সময়: ১২:২৯:০৮   ৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের
ক্যারিবিয়ানে বাংলাদেশকেও তুলে ধরতে চায় রংপুর রাইডার্স
৪৩৯ রানের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো উইন্ডিজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ