অবশেষে এলো ১৬৫০ টন ভারতীয় পেঁয়াজ, প্রতি কেজির দাম ৪০ টাকা

প্রথম পাতা » ছবি গ্যালারী » অবশেষে এলো ১৬৫০ টন ভারতীয় পেঁয়াজ, প্রতি কেজির দাম ৪০ টাকা
সোমবার, ১ এপ্রিল ২০২৪



অবশেষে এলো ১৬৫০ টন ভারতীয় পেঁয়াজ, প্রতি কেজির দাম ৪০ টাকা

ট্রেডিং করপোরেশন বাংলাদেশ (টিসিবি) ভারত থেকে আমদানি করা ১৬৫০ মেট্রিকটন পেঁয়াজের প্রথম চালান অবশেষে সিরাজগঞ্জ শহরের রেল ইয়ার্ডে এসে পৌঁছেছে। সোমবার (১ এপ্রিল) সকাল ৬টার দিকে পেঁয়াজের এই চালানটি সিরাজগঞ্জে এসে পৌঁছায়। এখন চলছে খালাস কার্যক্রম। তবে জনগণের চাহিদা পূরণের লক্ষ্যে আজ থেকেই খোলা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৪০ টাকা দরে বিক্রি হবে বলে জানান সংশ্লিষ্টরা।

এদিকে সকাল ৯টা থেকে ওই পেঁয়াজের খালাস কার্যক্রম শুরু হয়। এখান থেকে ট্রাকে করে পেঁয়াজগুলো ডিলারদের মাধ্যমে চলে যাবে ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামে।

শহরের রায়পুর রেলওয়ে স্টেশনের ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, সকাল ৬টায় দিকে পেঁয়াজবোঝাই ইন্ডিয়ান রেলওয়ের ওয়াগনগুলো সিরাজগঞ্জ শহরে এসে পৌঁছায়। তবে লাইনের কারণে প্রথমে আসে ৩১টি ওয়াগন, বাকি ১১টি আসে সকাল ৯টার দিকে। এখন খালাস কার্যক্রম চলছে।

ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশের (টিসিবি) যুগ্ম-পরিচালক প্রতাপ কুমার জানান, আমদানি করা পেঁয়াজের প্রথম চালানটি ভালোভাবে এসে পৌঁছেছে। এরপর শুরু হয়েছে খালাস কার্যক্রম। এখান থেকে ১০০ ডিলারের মাধ্যমে প্রথমে ১০০ মেট্রিকটন পেঁয়াজ ঢাকার ডিলারদের মাধ্যমে যাবে। এরপর বাকিগুলো আমরা চট্টগ্রাম ও গাজীপুরের ডিলারদের মধ্যে বণ্টন করবো। জনগণের চাহিদা পূরণের লক্ষ্যে আজ থেকেই খোলা বাজারে প্রতি কেজি ৪০ টাকা দরে বিক্রি হবে বলেও জানান তিনি।

উল্লেখ, ৪২টি ওয়াগনে এক হাজার ৬৫০ মেট্রিকটন পেঁয়াজ রোববার (৩১ মার্চ) বিকেলে দর্শনা বন্দর হয়ে দেশে পৌঁছায়। পেঁয়াজের এই চালানটি রফতানি করেছে ভারতের ন্যাশনাল কো-অপারেটিভ এক্সপোর্টস লিমিটেড।

বাংলাদেশ সময়: ১২:৪২:২৫   ১২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দেখে আমি মুগ্ধ : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
পর্দায় জীবনের গল্প, সত্য ঘটনায় নির্মিত এই ৮টি ছবি দেখেছেন কি?
বিগত নির্বাচনে যেসব কর্মকর্তা জড়িত ছিল তাদের বিচারের দাবি এনসিপির
মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম
সাভারে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১
টানা দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, একমত বিএনপি
অন্তর্বর্তী সরকারের বেশি দিন ক্ষমতায় থাকার সুযোগ নেই: আব্দুস সালাম
শেখ হাসিনার বিরুদ্ধে যেকোনো সময় তদন্ত প্রতিবেদন দাখিল
ঐকমত্য কমিশনের সুপারিশের পর ইসিকে নির্বাচনী কাজ শুরুর আহ্বান এনসিপির
ঝামেলামুক্ত ঈদ উপহার দেওয়ায় কর্মকর্তাদের ধন্যবাদ প্রধান উপদেষ্টার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ