পিরোজপুরে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে কয়েকশ বাড়িঘর। বিচ্ছিন্ন হয়ে গেছে জেলার বিদ্যুৎ সংযোগ। গাছপালা পড়ে বিভিন্ন এলাকার সঙ্গে সড়ক যোগাযোগও বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় প্রায় শতাধিক আহত হয়েছে বলে জানা গেছে।
রবিবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জেলা প্রশাসক জাহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কালবৈশাখী ঝড়ে পিরোজপুরে একজনের মৃত্যুর সংবাদ পেয়েছি। বহু বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে বলে জানা গেছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এ ঘটনায় প্রায় শতাধিক আহত হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১২:৪২:০৩ ১২১ বার পঠিত