২০২১ সালে বিশ্বব্যাপী আলোড়ন ফেলা চলচ্চিত্র ‘ডুন’-এর দ্বিতীয় কিস্তি মুক্তি পেয়েছে এ বছরের। এবার তৃতীয় কিস্তি আনার ঘোষণা দিলেন নির্মাতারা। চলচ্চিত্র নির্মাতা ডেনিস ভিলেনিউভ লিজেন্ডারি এন্টারটেইনমেন্টের সাথে তাঁর ‘ডুন’ সফর চালিয়ে যেতে প্রস্তুত। স্টুডিওটি আনুষ্ঠানিকভাবে টিমোথি চালামেটের ‘ডুন ৩’-এর অনুমোদন দিয়েছে।
বিনোদন সংবাদ আউটলেট ‘ডেডলাইন’ অনুসারে, ফ্রাঙ্ক হারবার্টের ‘ডুন : মেসিয়া’-এর উপর ভিত্তি করে একটি গল্পে নির্মিত হবে ডুনের তৃতীয় কিস্তি। ফ্র্যাঞ্চাইজির আগের দুটি চলচ্চিত্র ‘ডুন’ এবং ‘ডুন ২’ হারবার্টের ১৯৬৫ সালের আইকনিক উপন্যাস ‘ডুন’ অবলম্বনে তৈরি হয়েছে।
‘ডুন ৩’-এর পরে ‘নিউক্লিয়ার ওয়ার : এ সিনারিও’ উপন্যাস অবলম্বনে একটি সিনেমা তৈরি করবে ভিলেনিউভ। পারমাণবিক যুদ্ধের সম্ভাব্য পরবর্তী পরিণতি নিয়ে তৈরি হবে সিনেমাটি।
বইটি এই বছরের মার্চ মাসে প্রকাশের পরপরই এটি সিনেমাটিক স্বত্ত কিনে নেয় লিজেন্ডারি।
এদিকে ১ মার্চ মুক্তিপ্রাপ্ত ‘ডুন ২’ ইতোমধ্যে বক্স অফিসে ভালো পারফরমেন্স চালিয়ে যাচ্ছে। বিশ্বব্যাপী ৬৩০ মিলিয়নেরও বেশি আয় করেছে এটি। এতে অভিনয় করেছেন টিমোথি চালামেট, জেন্দায়া, অস্টিন বাটলার, ফ্লোরেন্স পুগ, রেবেকা ফার্গুসন, জোশ ব্রোলিন, ডেভ বাউটিস্তা, স্টেলান স্কারসগার্ড, শার্লট র্যাম্পলিংসহ একাধিক তারকা।
বাংলাদেশ সময়: ১২:৫০:১৯ ৮০ বার পঠিত