গাজায় ইসরাইলি হামলা বন্ধ করতে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের গুরুত্বের ওপর জোর দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির সিদ্ধান্ত যথাযথ কার্যকর করার জন্যও মুসলিম বিশ্বকে এক হতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।
সোমবার (৮ এপ্রিল) সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন এরদোয়ান।
প্রেসিডেন্টের যোগাযোগ অধিদফতর এ তথ্য জানিয়েছে। খবর ডেইলি সাবাহর।
এরদোয়ান মোহাম্মদ বিন সালমানকে বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির সিদ্ধান্ত প্রয়োগের জন্য আরও বেশি যৌথ প্রচেষ্টার প্রয়োজন।
এছাড়াও এ বৈঠকে দুই নেতা তুরস্ক ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন নিয়েও আলোচনা করেন।
গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এরদোয়ান ইসরাইলের কঠোর সমালোচনা করে আসছেন। শুরু থেকেই তিনি ফিলিস্তিন ও হামাসের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন। এছাড়া তিনি ইসরাইলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে অভিহিত করে গাজায় ‘গণহত্যা’ চালানোর জন্য দায়ী করেছেন।
গত ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে দেশটির ১২০০ মানুষ নিহত হন বলে জানায় কর্তৃপক্ষ। এ ছাড়া এদিন ২৫৩ জনকে জিম্মি করে নিয়ে যায় গোষ্ঠীটি।
এ হামলার প্রতিক্রিয়ায় সেদিনই গাজায় হামলা চালায় ইসরাইলি সেনাবাহিনী। ছয় মাসেরও বেশি সময় ধরে চলা এ হামলায় গাজায় নিহতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আর আহত হয়েছেন ৭৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি।
বাংলাদেশ সময়: ১৪:৫৪:২৯ ৭০ বার পঠিত