ভারতের কিংবদন্তি গজল শিল্পী শ্রীমতি প্রভাতি মুখোপাধ্যায় ও তাঁর কন্যা প্রখ্যাত গায়িকা শ্রীমতি তনয়া ভাদুড়ীর সংগীতের আসর অনুষ্ঠিত হয়েছে। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) শাবান মাহমুদ।
গতকাল রবিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় মিউজিক যোগা আর্ট এন্ড কালচার সোসাইটির ব্যবস্থাপনায় তা বিপিন চন্দ্র পাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।
এরপর বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) শাবান মাহমুদ ও দুই শিল্পীকে উত্তরীয় পরিয়ে ও ফুলের স্তবক দিয়ে বরণ করেন সোসাইটির কর্ণধার শ্রীমতি অনীতা হালদার। এ সময় আন্তর্জাতিক বাংলা ভাষা-সংস্কৃতি সমিতির সাধারণ সচিব শ্রী সুভাষ চন্দ্র রায়সহ অন্য অতিথিদেরও অভ্যর্থনা জানানো হয়।
অনুষ্ঠানের একমাত্র বক্তা বাংলাদেশ হাই কমিশনের মিনিস্টার প্রেস শাবান মাহমুদ বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতি এবং ভারত ও বাংলাদেশের গভীর বন্ধুত্বের কথা সংক্ষিপ্ত ভাষণে তুলে ধরেন তিনি।
শ্রীমতি তনয়া ভাদুড়ী বিভিন্ন স্বাদের কয়েকটি সঙ্গীত পরিবেশন করে সবার মন জয় করেন। এরপর কিংবদন্তি গায়িকা শ্রীমতি প্রভাতি মুখোপাধ্যায়ের একক উচ্চাঙ্গ সংগীত শুরু হয়। নয়াদিল্লীর সিআর পার্কে এ ধরনের আয়োজন এই প্রথম।
বাংলাদেশ সময়: ১৬:২২:৫৯ ১১৬ বার পঠিত